বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পোপের উদ্দেশে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করা হয় আন্তঃধর্মীয় সমাবেশ ও প্রার্থনা অনুষ্ঠানের।

গতকাল বিকেল ৫টায় এ সমাবেশে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আস সালামু আলা মানিত্তাআবাল হুদা

সকল সত্য-শান্তি প্রত্যাশীদের প্রতি সালাম। আমাদের এই শ্যামল ও সুন্দর দেশে মহামান্য পোপের আগমনকে সশ্রদ্ধ স্বাগত জানাচ্ছি। আমরা জানি পৃথিবীর সব মহাপুরুষই শান্তি-সৌহার্দ্য, প্রেম ও ভালোবাসার বন্ধনে মানুষকে আবদ্ধ করার চেষ্টা করে গিয়েছেন। মহান সৃষ্টিকর্তার উপাসনা ও ভালোবাসা সৃষ্টি প্রেমের সাথে জড়িত করা হয়েছে। ‍সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মনুষ্য জাতির প্রতি ভালোবাসা ব্যতীত কোনো ধর্মাদর্শের চিন্তাও করা যায় না।

বর্তমান পৃথিবীতে এই প্রেম ও ভালোবাসার সবচেয়ে বেশি অভাব।

পৃথিবী জুড়ে ধর্মে ধর্মে বর্ণে, জাতিতে জাতিতে যে বিদ্বেষ, হিংসা ও হানাহানি চলছে মহাপুরুষদের অনুসৃত প্রেম ও ভালোবাসার বন্ধনই কেবল তা নিরসন করতে পারে। মহামান্য পোপ ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে যেভাবে মনুষ্যত্বের বিকাশ ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাতে আমরা সবাই উৎসাহ পাই, উজ্জীবিত হই। বিশেষ করে অসহায় রোহিঙ্গা গোষ্ঠির প্রতি তার জোরালো সমর্থন এদের মানবিক অধিকার রক্ষায় সফলতা বয়ে আনতে বলে আমার বিশ্বাস।

এজন্য ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তিনি একজন আধ্যাত্মিক পুরুষের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বও। তার এই উভয়বিদ শক্তি ও সামর্থ্য বিশ্ব শান্তি, সম্প্রীতি ও নির্যাতিত মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমরা জোরালো আশা করি।

মহামান্য পোপকে কেন্দ্র করে আজকের এ সমাবেশ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মহামিলন, বিশেষ করে ধর্মে নামে সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসকে রুখতে বিরাট ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তবে এ ধারাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
আমি পুনরায় মহামান্য পোপ ও তার সফর সঙ্গীদের স্বাগত ধন্যবাদ জানাচ্ছি ও সকলের সু-স্বাস্থ্য কামনা করছি।

আন্তধর্মীয় অনুষ্ঠানের মুসলিম কমিউনিটির আহবায়ক আব্মরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাযহারুল ইসলামও পোপের সঙ্গে সুভেচ্ছা বিনিময় করেন।

মাওলানা মাযহার সূত্রে জানা যায়, প্রার্থনা অনুষ্ঠানে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ পোপের সঙ্গে ব্যক্তিগত আলাপে বলেছেন, ‘পৃথিবীতে শত কোটি মানুষ আপনার অনুসারী। আপনি একজন ধর্মীয় নেতা ও রাষ্ট্রনায়ক পৃথিবীর নির্যাতিত মানুষের পক্ষে আপনার জোরালো ভূমিকা প্রত্যাশা করি। সত্য উচ্চারণ কোটি কোটি নির্যাতিত মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। আপনার আগমন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক হবে।’

মাওলানা মাযহারুল ইসলাম আরও জানান, অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ৫ শতাধিক আলেম অংশগ্রহণ করেন।

এছাড়াও আন্তঃধর্মীয় সমাবেশে সুভেচ্চা বক্তব্য দেন হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিগণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ