মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


রাজধানীর নতুন থানা হাতিরঝিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০তম থানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় নতুন পুলিশি থানা অনুমোদন পেয়েছে। ‘হাতিরঝিল সমন্বিত উন্নয়ন’ প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং কার্যক্রম পরিচালনায় ৭১টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নিকার সভায় মোট ১০টি থানা, একটি পৌরসভা ও তিনটি পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে,  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমটি) সাংগঠনিক কাঠামোতে নতুন আটটি থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ