মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


ভয়াবহ, নাটোরে মা ও ছেলেকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে শাহ আল মানের এক নেশাগ্রস্ত মা ও নিজ ছেলেকে জবাই করে হত্যা করেছে।

মা বিলকিস বেগম (৫০) এবং নিজের ছেলে আলীফ হোসেনকে (৮) ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়।

এ ঘটনায় গুরুতর আহম হয়েছেন শাহ আলমের বাবাও। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আকন্দ জানান, বাড়ির জায়গা নিয়ে ঘাতক শাহ আলমের সাথে তার মা বিলকিস বেগমের বিরোধ চলে আসছিল। পরে এ নিয়ে মামলা হলে মামলায় রায় পায় ঘাতকের মা বিলকিস বেগম। সেখান থেকেই মাকে হত্যা করে সে। বাধা দিতে গেলে ছেলেকে খুন করে।

ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নেশাগ্রস্ত শাহ আলম ইয়াবা আসক্তিতে ছিল। পারবারিক বিরোধকে কেন্দ্র করে এই নৃংশংস হত্যাকাণ্ড চালায় সে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ