মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বাংলাদেশে পাচারের মুহূর্তে ভারত সীমান্তে অস্ত্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। অস্ত্রগুলো বাংলাদেশে পাচারের জন্য একত্র করা হয়েছিলো বলে দাবি করেছে তারা।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ৪টি ৭.৬৫ এমএম পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ১৯টি তাজা গুলি রয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বাহিনীর সদস্যরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের উভয় পাড়েই কিছু গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ভারতীয় সীমান্তের খুব কাছ থেকে একটি প্যাকেট ওপারে ছোঁড়ার চেষ্টা করতে দেখা যায়।

বাহিনীর সদস্যরা চ্যালেঞ্জ জানালে দুবৃত্তরা পালিয়ে যায়। ওই জায়গায় অভিযান চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করা হয়, তার ভিতর থেকেই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পিস্তলগুলি খুবই আধুনিক ও উন্নতমানের হলেও সেগুলো পশ্চিমবঙ্গ বা পাশের রাজ্য বিহার বা ঝাড়খন্ডের কোন অবৈধ অস্ত্র কারখানায় সেগুলি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ