মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


তুর্কি এই ছেলেটির শরীরে অদ্ভুত শক্তি রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব
লোহার যৌগিক পদার্থ চুম্বুকের ন্যায় ক্ষমতা রয়েছে তুরস্কের এই ছেলেটির শরীরে। চুম্বুক যেসব জিনিসকে আকর্ষণ করে এই ছেলেটির শরীরও সেসব জিনিসকে আকর্ষণ করে। তবে ছেলেটির শরীরে এই অদ্ভুত ক্ষমতা থাকায় সে অখুশী নয়। বরং সে বিষয়টিকে উপভোগ করছে।
মুহাম্মাদ কানলী নামের এই ছেলেটি তুরস্কের বালইয়াকসীর শহরে পঞ্চম শ্রেণীতে পড়ে। শিশুটি বলেছে, সে একজন প্রতিভাবান ব্যক্তিকে টেলিভিশনে সর্বপ্রথম এ ধরনের একটি ম্যাজিক দেখাতে দেখে। তাকে অনুকরণ করার চেষ্টা করতে গিয়ে ছেলেটি আবিস্কার করে যে, তার শরীরেও এই অদ্ভুত ক্ষমতা রয়েছে। সে বলছে, এই ক্ষমতার কারণে সে ডাক্তারের কাছে যায়নি। আর সে কোনো সমস্যাও অনুভব করছে না।
সূত্র: ডেইলি সবাহ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ