মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কাতেব রহ. এর জানাযা পড়ালেন আল্লামা আহমদ শফী; দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

দারুল উলূম হাটহাজারীর প্রবীন উস্তাদ, মাওলানা হুসাইন আহমাদ মাদানীর খলীফা হযরত মাওলানা সোলায়মান আরমান (কাতেব সাহেব) রহ. এর নামাযে জানাযা শনিবার রাত ৯টায় দারুল উলূম হাটহাজারীর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অসুস্থ শরীর নিয়েও তার নামাযে জানাযার ইমামতি করেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

জামেয়া হাটহাজারীর সম্মুখ প্রশস্ত মাঠ, শিক্ষাভবনের মাঠ, বাইতুল করিম মসজিদ, নুর মঞ্জিলসহ জামেয়ার ভবনগুলোতে হাজার-হাজার মুসল্লি উপস্থিতি হয়েছিলেন।

জানাযার নামাযের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী, সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মরহুমের ছেলে মাওলানা ফুরকান আরমান৷

জানাযা শেষে আকাবীরে হাটহাজারীর স্মৃতিধন্য 'মাকবারায়ে হাবীবিতে' মাওলানা সোলায়মান আরমান (কাতেব সাহেব) কে দাফন করা হয়।

কাতেব সাহেব হুজুর নামের পরিচিতি প্রবীন এ মুহাদ্দিস গতকাল শনিবার দুপুর ১২ টায় ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

মাওলানা সুলাইমান আরমান হাটহাজারীর ঐতিহ্যবাহী মেখল গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে ১৯২০ সালে জম্ম গ্রহণ করেন। বাবার নাম মরহুম অছি মিয়া।

আরও জানতে পড়ুন নিচের লেখাগুলো

হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা সুলাইমান আরমানের ইন্তেকাল

তাসুররুন নাজিরিন ও কাতেব সাহেব রহ.

কেমন ছিলেন প্রচার বিমুখ আল্লামা কাতেব রহ.?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ