মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


এরশাদের সুস্থতা কামনায় মসজিদে বিশেষ মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানী ডেমরা থানার মাতুয়াইল কেরানীপাড়া জামে মসজিদ কমিটি এ আয়োজন করে।

দোয়া মাহফিলে পার্টির চেয়ারম্যান এরশাদসহ দলের শীর্ষনেতা এবং দেশবাসীর জন্য মসজিদের স্থায়ী ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাজি ইসমাইল, স্থানীয় জাতীয় পার্টি নেতা মামুন হোসেন, মোল্লা বেলায়েত খসরু, মনিরুল হক প্রমুখ।

দোয়া মাহফিলে মীর আব্দুস সবুর আসুদ বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য আমাদের পার্টির চেয়ারম্যান এখনো সংগ্রাম করছেন। সেই সংগ্রাম সফল করতে পার্টির চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতাদের সুস্থ থাকা দরকার।

আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যানকে সবসময় সুস্থ রাখেন, ভাল রাখেন। আগামীতে ক্ষমতায় গিয়ে যেন দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারেন।’

প্রাক্তন রাষ্ট্রপতি সুস্থভাবে দেশে ফিরে আসায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন আসুদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ