বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন শুক্রবার বদনজর ও কালো জাদু থেকে সুরক্ষার কোরআনি আমল নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মজলুম রোহিঙ্গা মুসলমানেরা বর্বরতার শিকার হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের ঈমানী ও মানবিক কর্তব্য হলো তাদের সর্বাত্মক সহযোগিতা করা এবং তাফিরে যাওয়া পর্যন্ত সম্মানের সাথে আশ্রয় দেয়া।

তিনি বলেন, এক শ্রেণির মানুষ ‘রোহিঙ্গা’ শব্দটিকে হেয় প্রতিপন্ন করে গালিতে পরিণত করেছে যা অত্যান্ত বেদনাদায়ক। তারাতো আমাদের মত মানুষ। তাদেরওতো একসময় ব্যবসা-বাণিজ্য, সম্মান-সম্পদ সবকিছুই ছিল। আজ তারা বিপদের সম্মুখিন হয়ে আমাদের কাছে আশ্রয় নিতে এসেছে। সুতরাং তাদের সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য। সরকারকে এ ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার খেলা চলছে। যা এদেশের তাওহিদী জনতা কখনোই প্রত্যাশা করে না। তিনি অতিসত্ত্বর এসব অপরাজনীতি বন্ধ করার আহ্বান জানান।

তিনি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আগামী ২৫ নভেম্বর, শনিবার, রাজধানীর কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৬ষ্ঠ অধিবেশনের বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বৈঠকে অন্যান্যদের উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ