শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

বাজারে এলো মুহাম্মদ যাইনুল আবিদীন এর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিনি লিখছেন দুই দশকেরও অধিক সময় ধরে, লিখবেন আরো বহুদিন, যতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীর বুকে। আমরা সাধারণত যাঁদেরকে প্রবীণ বলি, তিনি সেই অর্থে প্রবীণ নন; কিন্তু তাঁর জ্ঞান ও মনীষা এবং অভিজ্ঞা ও অভিজ্ঞতা প্রবীণত্বকে ছাড়িয়ে গেছে।

ইসলামি ঘরানার প্রবীণ লেখদের কাছে তিনি গুরুত্বপূর্ণ আর তরুণদের কাছে তিনি অগ্রপথিক। লেখালেখির ক্ষেত্রে বিষয়বৈচিত্র্যে ও ভাষার অভিনবত্বে তিনি উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন। প্রয়োজনীয় সকল বিষয়ে তিনি কলম ধরেছেন, সোনালি ফসল ফলিয়েছেন এবং সাফল্য আয় করেছেন।

তিনি লিখে চলেছেন বিরামহীন : সাধারণ মানুষের জন্য তিনি লিখেছেন; যাঁরা জ্ঞানচর্চা করেন তাঁদের জন্যও তাঁর রচনাবলিতে খোরাক রয়েছে। তরুণ লিখিয়েদের জন্য তিনি পথপ্রদর্শন করেছেন; তাদের উদ্বুদ্ধ করেছেন লেখালেখির বিচিত্র সৌন্দর্যময় জগতে বিচরণ করতে এবং আলোকবর্তিকা হয়ে উঠতে।

যে-শেকড় থেকে তাঁর যাত্রা শুরু, তিনি এখনো সেই শেকড়ের সঙ্গেই আছেন; কিন্তু পৌঁছে গেছেন শিখরে। তাঁর নাম পরিচিত সবার কাছে, সবাই তাঁকে চেনেন ভালোভাবে, তিনি মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন শুধু সব্যসাচী লেখকই নন, হাদীসশাস্ত্রের একজন নিভৃত সাধক; দীর্ঘদিন ধরে অনুশীলনমগ্ন আছেন হাদীসের পঠন-পাঠনে।

একইসঙ্গে তিনি চিত্তের পবিত্রতা, আত্মার পরিশুদ্ধতা ও মহান রবের মাহাত্ম্যের অভিসারী। তাঁর সকল কর্মকান্ডে একমাত্র আল্লাহর সন্তুষ্টিই কাম্য; তাই তিনি আত্মপ্রচারে সময় বিনষ্ট করেন না, কারো প্রশংসার প্রয়োজনও তাঁর নেই।

এবার বাজারে এলো মুহাম্মদ যাইনুল আবিদীন এর নতুন গ্রন্থ ‘আমার ধর্ম আমার গর্ব’

পাঠক এবার তাঁর যে-গ্রন্থটি হাতে পেতে চলেছে তার নাম ‘আমার ধর্ম আমার গর্ব’। গ্রন্থটিতে বিষয়বস্তুর বৈচিত্র্য আছে, ভাষার মাধুর্য আছে, বর্ণনাশৈলীর চাতুর্য আছে এবং ভাবনা-চিন্তার প্রাচুর্য আছে।

গ্রন্থটির রচনাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পাঠকদের আদর ও প্রশংসা কুড়িয়েছে। একটি রচনা থেকে আরেকটি রচনা আলাদা, বিষয়ে ও ভাবে; কিন্তু প্রতিটি রচনাই ঈমানি চেতনায় উজ্জ্বল, ইসলামি ভাবরসে জারিত।

ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে লেখক নিপুণ কৌশলী, বিশ্বাস ও উপলব্ধির যথাযথ প্রয়োগে তিনি বিদগ্ধ। লেখক তাঁর বাক্যরাশিতে ভাবের সৌরভ ছড়িয়ে দিয়েছেন যা পাঠকের চিত্তকে আন্দোলিত করবে।

অতি যত্নের সঙ্গে তৈরি-করা প্রতিটি রচনা পাঠককে আত্মার খোরাক জোগাবে, চিন্তার বিস্তৃতি ঘটাবে এবং উপলব্ধিকে শাণিত করবে। ইসলামি প্রকশনার জগতে এ-ধরনের গ্রন্থ বিরল এবং বলা যায় বিকল্প হীন।

আমরা লেখকের এ-গ্রন্থটির বহুল প্রচার প্রত্যাশা করি।

প্রকাশক : মাকতাবাতুল ইসলাম
মুদ্রিত মূল্য : ৪৪০ টাকা

সরাসরি  পেতে যোগাযোগ
০১৯১১৪২৫৬১৫
০১৯১১৪২৫৮৮৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ