শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি; বাংলাদেশ পেল ১০২৭ ভোট, মিয়ানমার ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার বিষয়টি রাশিয়ায় চলমান ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি বিষয় হিসেবে গৃহীত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ পেয়েছে ১০২৭ ভোট আর বিরোধিতা করে মিয়ানমার পেয়েছে মাত্র ৪৭ ভোট।

বুধবার জাতীয় সংসদের গণসংযোগ থেকে পাঠানো এক বিবরণীতে এমন তথ্য জানানো হয়।মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ববাসীর জনমতের প্রতিফলন আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় আসা।

আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল দেখছে খুবই গুরুত্বের সঙ্গে।

জানা গেছে, সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরাম হচ্ছে এই সংস্থাটি।আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ায় আন্তর্জাতিক মহলে এর গুরুত্ব বেড়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের চাইতেও পুরনো আইপিইউ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাখাইনে জাতিগত নিধনের নির্মমতার চিত্র রাশিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। এসময় রাশিয়ার ডেপুটি স্পিকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে মানবিক সাহায্য সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের কোন প্রস্তাবনা গৃহীত হওয়ার ঘটনা এবারই প্রথম। আজ সমাপ্ত আইপিইউ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপিসহ অন্য সাংসদরা। রাশিয়া সংসদীয় দলের পক্ষে নেতৃত্ব দেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান।

আরএম

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ