রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন হাফেজ নেছার আহমদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী।

সম্প্রতি টানা পাঁচদিন তিনি সেখানে উপস্থিত থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণসহ অসহায়দের নগদ অর্থ দিয়েছেন।

তবে রোহিঙ্গা ক্যাম্পে হাফেজে কুরআনদের জন্য আলাদা নজর ছিল খ্যাতিমান এ হাফেজের। উখিয়া ও টেকনাফের কয়েকটি ক্যাম্প ঘুরে ঘুরে বের করেছেন এসব হাফেজকে।

আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী বলেন, প্রথম দফায় আমরা মারকাজুত তাহফিজ প্রকাশিত হাফেজদের জন্য বিশেষ কুরআন শরিফের প্রায় ৫০০ কপি বিতরণ করেছি। হাফেজরা আধুনিক এ কুরআন পেয়ে খুশি হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের কুরআনের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছি। ছোট ছোট ছেলে মেয়ে আমাদের দেখে দৌড়ে এসে বলেছে আমরা হাফেজ। তবে অনেক শিশুই রয়েছে যারা অর্ধেক হিফজ পড়েছেন কারও বা ৩/৫ পাড়া বাকি।

তিনি জানান, মারকাজুত তাহফিজের ত্রাণ টিম সেখানে অবস্থান করছে। যারা অর্ধেক হাফেজ হয়েছেন তাদের লিস্ট করা হচ্ছে। তারা যেন ভালোভাবে পূর্ণাঙ্গ হাফেজ হতে পারে আমরা সে সহায়তা করবো।

Image may contain: 1 person, standing and outdoor

কাজের এক ফাঁকে সেনা সদস্যের সঙ্গে কথা বলছেন

রোহিঙ্গা হাফেজদের কুরআন তেলাওয়াত খুবই সুন্দর। তাদের মধ্যে প্রচুর মেধাবীও রয়েছে। যাদের নিয়ে সামান্য মেহনত করা গেলে তারাও আন্তর্জাতিক ইভেন্ট থেকে অনেক পুরস্কার আনতে পারবে। জানালেন, হাফেজ আন নাছিরী।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে কাজের জন্য সেনাবাহিনীর সহযোগিতামূলক মানসিকতার প্রশংসাও করেন।

জানা যায়, যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ত্রাণ টিম আগামী ৩ নভেম্বর আবারও যাবে রোহিঙ্গা ক্যাম্পে। থাকবে ত্রাণ, অর্থ সহায়তা ও হাফেজদের জন্য কল্যাণমূলক অনেক কিছুই।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ