সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

‘জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে ইসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

বিএনপি ও জিয়াউর রহমানের প্রশংসায় ইসির বক্তব্যের প্রতিবাদ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

দলের প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

জিয়াউর রহমান একজন সামরিক জান্তা ছিলেন। অবৈধ উপায়ে ক্ষমতায় আরোহন করেছিলেন। তিনি কীভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন? পুরো বিষয়টাই জাতির কাছে প্রশ্নবিদ্ধ!

মাওলানা নেজামী বলেন, সাংবিধানিক শীর্ষ পদে থেকে একটি দলের পক্ষে প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন। তার এমন রাজনৈতিক বক্তব্য দ্বারা রাজনৈতিক অঙ্গনে জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করার জন্য সিইসির প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে মাওলানা নেজামী আরো বলেন, রাজনৈতিক দলসমূহের সাথে সংলাপ নির্বাচন কমিশনের একটি রুটিন ওয়ার্ক। কিন্তু নির্বাচন কমিশনকে সাংবিধানিক নিয়ম-নীতির ভিতরে থেকেই সংলাপ করতে হবে। এর বাইরে গিয়ে কোন রাজনৈতিক দলকে তেলমর্দন করে বক্তব্য দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়।

আশা করি নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণে সচেষ্ট হবে। সকল দলের কথা মাথায় রেখে সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করবে।

কওমি স্বীকৃতির বাস্তবায়ন: বিভ্রান্তির ৫ কারণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ