বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

সৃজনঘরের উদ্যোগে দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৃজনঘর সাহিত্য ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে সম্পন্ন হল দিনব্যাপী লেখালেখি কর্মশালা ২০১৭।

১৩ অক্টোবর শুক্রবার, নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

সকাল নয়টা থেকে শুরু হওয়া কর্মশালায় সভাপিতত্ব করেন সৃজনঘরের সভাপতি হাফিজ মাওলানা আহমদ কবীর খলীল।

কবি মীম সফিয়ানের সঞ্চালনায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করেন ইতিহাস বিশ্লেষক ও গবেষক, বিজয়ের সন্তান খ্যাত কবি মুসা আল হাফিজ, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ এবং প্রধান প্রশিক্ষক, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

আবৃত্তিকার কবি মীম সুফিয়ানের নেতৃত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সরব আবৃত্তি বলয় সিলেট।

কর্মশালায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আহমদ আবদুল্লাহ, কাজি আমিন, শালীন আহমেদ ও দাবানলের শিল্পীরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃজনঘরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ রাহমান এবং পরিচিতিমূলক বক্তব্য দেন তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হামমাদ রাগিব।

কর্মশালায় অনলাইন বিষয়ক সম্পাদক, ছড়াকার হাম্মাদ তাহমীমের প্রথম ছড়াগ্রন্থ ‘ছন্দপাতার দ্বন্দগুলো’র মোড়ক উন্মোচন করা এবং ২০১৬-১৭ সেশনের সৃজনঘর সভাপতি আহমদ কবীর খলীল এবং সম্পাদক সাইফ রাহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর।

অনলাইন বিষয়ক সম্পাদক কবি হাম্মাদ তাহমীমকে (তাঁর প্রথম ছড়াগ্রন্থের জন্যও) সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর।

এছাড়া প্রশিক্ষণার্থীদের তিনজনকে প্রতিযোগীতাপূর্বক বিজয়ী হিসেবে কাতিব মিডিয়ার সত্ত্বাধিকারী জনাব ইনাম বিন সিদ্দিকের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অথিতি ও প্রশিক্ষকের আলোচনায় জনাব যাইনুল আবিদীন নবীন লেখকদের উদ্দেশে বলেন, একজন ভালো ও প্রতিষ্ঠিত লেখক হতে হলে ‘পড়া পড়া এবং পড়া’ এই শ্লোগানকে বক্ষে ধারণ করতে হবে।

সমাপনি বক্তব্যে লেখালেখিকে মানবতা বিকাশের উৎকৃষ্টতম একটি মাধ্যম উল্লেখপূর্বক সৃজনঘর সভাপতি জনাব আহমদ কবীর খলীল লেখিয়ে বন্ধুদের সৃজনঘরের সাথে থাকার আহ্বান জানান।

তিনি কর্মশালা বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, বিশেষভাবে নাজাত ইসলামী মারকাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা করেন।

পরিশেষে প্রশিক্ষণার্থী ও সুধীমহলের অনুভূতি শ্রবণপূর্বক মোনাজাতের মাধ্যমে কর্মশালা শেষ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ