রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

৩ টাকার ডিম পেতে কাড়াকাড়ি, না পেয়ে ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে রাজধানীর খামারবাড়িতে ৩ টাকায় ডিম বিক্রির ঘোষণা দিয়েছিল আগেই। পত্রিকায় সেটি ফলাও করে ছাপা হওয়ায় আজ সকাল থেকেই ফার্মগেটে মানুষের ভিড় লাগে। হাজারও মানুষ সকাল ৬টা থেকেই লাইন দেয় ৩ টাকার ডিম পেতে।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম ৩ টাকায় বিক্রির ঘোষণা দেয়।

জানা যায, অতিরিক্ত ভিড় আর ধাক্কাধাক্কিতে হট্টগোল লেগে যায়। হইচই পড়ে যায় কৃষিবিদ ইনস্টিটিউটের চত্বরে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ডিম বিক্রি বন্ধ রেখেছেন আয়োজকরা। এতে ক্ষুব্ধ হয়ে ক্রেতারা বিক্ষোভ করছেন কৃষিবিদ ইনস্টিটিউটের আশেপাশে।

কৃষিবিদ উনস্টিটিউটে থাকা শ্যমলীর বাসিন্দা মোরাদ খান আওয়ার ইসলামকে বলেন, সকাল থেকেই হাজারও মানুষ ভিড় করছে তাদের স্টলে। কিন্তু স্টলে কাউকে দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ঘোষণা মতো ডিম না পেয়ে মানুষ বিক্ষোভ করছে। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, মানুষ অনেক দূর দূরান্ত থেকে ৩ টাকায় ডিম কেনার জন্য এসেছেন। কেউ যাত্রাবাড়ী, কেউ মিরপুর, কেউ খিলগাও। এরকম কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা হতাশা ব্যক্ত করেছেন।

জানা যায়, ৩ টাকার ডিম কিনতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। চাপ সামলাতে না পেরে ডিম বিক্রি বন্ধ করে দেয়া হয়। এর আগে অনেকেই ডিম পেয়েছেন কিন্তু অনেকেই ভালোভাবে ডিম নিয়ে ফিরতে পারেন নি।

এ ব্যাপারে আয়োজকরা সাংবাদিকদের জানান, দেখুন আমরা আগেই বলে দিয়েছি, আমরা ২০ হাজার ডিম বিক্রি করব। সেটা শেষ করেছি। কিন্তু মানুষ শৃঙ্খল না হলে আমাদের কী-ই বা করার আছে।

ছবি: মোরাদ খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ