বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

‘আধিপত্য বিস্তারকারী কয়েকটি রাষ্ট্র রোহিঙ্গা নিধনে সহযোগিতা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় মগ দস্যু কর্তৃক আরাকানে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের উপর যে বর্বর গণহত্যা চলছে, তা মানবতার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের কোন বিবেকবান মানুষ এই হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না।

তিনি বলেন, সারা বিশ্ব যখন মিয়ানমারের এই জাতিগত নিধনের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবী জানাচ্ছে, তখন আধিপত্য বিস্তারকারী কয়েকটি রাষ্ট্র সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে মিয়ানমার সরকারকে সমর্থন দিয়ে রোহিঙ্গা নিধনে সহযোগিতা করছে।

রবিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় চকবাজারস্থ হোটেল আমানিয়া এন্ড চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসন দলের সম্ভাব্য প্রার্থী মাওলানা মেহেদী হাসান এসব কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, কেন্দ্রীয় নেতা মাওলানা আল আমিন মামুন, মাওলানা আজহারুল ইসলাম, হাফেজ এমদাদুল হক কবির, মোঃ মাসুদুর রহমান দুলাল, ছাত্র খেলাফতের সহ-সভাপতি জাকারিয়া মাহমুদ, সিফাত হোসাইন, হেলাল আহমদ, ফাইজুল ইসলাম শাহরু প্রমুখ।

সভায় মাওলানা মেহেদী হাসান মিয়ানমার থেকে পালিয়ে আশা নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুকে আর্ন্তজাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ