বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের সীমান্ত সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৩ দিনব্যাপি সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে।

আজ সোমবার শুরু হয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন চলবে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এর নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিজিবির সরাইল, যশোর, রংপুর এবং চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারবৃন্দ, বিজিবি সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যৌথ নদী কমিশন, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা এর নেতৃত্বে ২৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করছে।

ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা, ফ্রন্টিয়ার আইজিগণ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় তদন্ত সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব ইন্ডিয়া এবং যৌথ নদী কমিশন এর কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।

একই সঙ্গে সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর সভানেত্রী রওশন আরা হোসেন এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল ভারতে গমন করছেন। সীপকস প্রতিনিধিদল বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের (বি ডব্লিও ডব্লিও এ) প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

আগামীকাল মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৯ টায় নয়াদিল্লীস্থ বিএসএফ সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত করা, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার, আটক করা, সীমান্ত লঙ্ঘন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশ, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য যেমন- ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা, ভায়াগ্রা, সেনেগ্রা ট্যাবলেট ইত্যাদি চোরাচালান, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল নেটওয়ার্ক কভারেজ, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ কাজ, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণ, পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম এবং বিবিধ বিষয়সমূহ।

আগামী ৬ অক্টোবর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে।

এছাড়াও সীমান্ত সম্মেলন উপলক্ষে ৫ অক্টোবর নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ