বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

অবৈধ মজুদ করায় গাইবান্ধায় ২২২৬ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈধভাবে মজুদ করার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী ঢোলভাঙ্গা বাজারের মেসার্স খন্দকার ট্রেডার্সের পাঁচটি গুদাম থেকে ২ হাজার ২২৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

এসময় ওইসব গুদামে থাকা ৩ হাজার ১৭১টি খালি চটের বস্তা ও নগদ ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকাও জব্দ করা হয়।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট এস এম আশিক রেজা অভিযান পরিচালনা করে এই গুদামগুলো সিলগালা করেন। এ ঘটনায় গতকাল রবিবার পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

‘মেসার্স খন্দকার ট্রেডার্স’ নামে প্রতিষ্ঠানটির মালিক পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গ্রামের মৃত মোজাম্মেল হক খন্দকারের তিন ছেলে। এরা হলেন মাহফুজার রহমান খন্দকার ফুল মিয়া, হারুনার রশিদ খন্দকার ও মোমিনুেল ইসলাম খন্দকার আরিফ মিয়া।

‘জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন জানান, অভিযানে অবৈধভাবে মজুদ করা চালের মোট ওজন ১১১ দশমিক ৬০০ মেট্রিক টন। এসব চাল মজুদ করার কোন বৈধ কাগজ পত্র তাদের ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিক রেজা মুঠোফোনে জানান, গোপন খবরে এ অভিযান চালানো হয়। এসময় চালের বস্তা জব্দ করে গুদামগুলো সিলগালা করা হয়।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, এ ঘটনায় পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসিএলএসডি) আল-আউয়াল বাদি হয়ে খন্দকার ট্রেডার্সের ৩ মালিকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ