বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

বেফাক থেকে চাকরিচ্যুত কর্মীদের সংবাদ সম্মেলন; পুনর্বহালের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) থেকে চাকরিচ্যুত হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ১০ কর্মচারী। তারা নিজেদের  তাদের অব্যহতিকে অবৈধ বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যাত্রাবাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মচারীরা  এমন দাবি করেন।

তারা অভিযোগ করে বলেছেন,  কোনও ধরনের কারণ দর্শানো নোটিশ বা অব্যাহতিপত্র ছাড়াই বিনা অপরাধে আমাদের চাকরিচুত্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলালা জোবায়ের আহমদ। তিনি অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন।

জোবায়ের আহমেদ বলেন, ‘আমি১২ বছর ধরে বেফাকে কাজ করছি। হঠাৎ করেই আগস্ট মাসে মৌখিক নির্দেশে আমাকে চাকরিচুত্য করা হয়েছে। আমার কী অপরাধ, কেন চাকরিচ্যুত করা হয়েছে— জানানো হয়নি।’

মাওলানা ওহিদুজ্জামানও অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘আমি গত ৯ বছর ধরে কাজ করে আসছি। কোনও কারণ ছাড়া আমাকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।’

চাকরিচ্যুত কর্মীদের দ্রুত পুনর্বহালের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা সিনিয়র কর্মীদের ব্যাপারে নানারকম অভিযোগও করেন।

চাকরিচুত্যদের মধ্যে আরও আছেন— মাওলানা আব্দুল জলিল (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক), মাওলানা মিজানুর রহমান (অফিস সহকারী), মাওলানা ফারুক আহমদ (অফিস সহকারী), মাওলানা শাকির আহমদ (অফিস সহকারী), মো. রকিব (অফিস সহকারী), মাওলানা মনিরুজ্জামান (অফিস সহকারী), মাওলানা সাইফুল (অফিস সহকারী, উচ্চ), মো. মোজাম্মেল (পিয়ন)।

তবে এর আগে বেফাকের কর্মকর্তারা আওয়ার ইসলামকে বলেছিলেন উল্লেখিত কর্মীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অব্যহতি দেয়া হয়েছে।

বেফাককে ঢেলে সাজানো হচ্ছে; ময়মনসিংহে বেফাকের নেতৃবৃন্দ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ