মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সূর্যের হাসি ক্লিনিকে ২৪ রোহিঙ্গা নারীর ফ্রি ডেলিভারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : টেকনাফের  হ্নীলায় সুর্যের হাসি নামের একটি ক্লিনিকে গত ২১ দিনে ২৪ জন রোহিঙ্গা নারীর বিনামুল্যে ডেলিভারী সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্লিনিকে  ডেলিভারী সেবা নেয়া রোহিঙ্গা মা এবং শিশুরা সুস্থ অবস্থায় ক্লিনিক ত্যাগ করেছেন। তাছাড়া উক্ত ২১ দিনে ৫৮৭ জন সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে বিভিন্ন সেবা প্রদান করেছে ক্লিনিকটি। টেকনাফের স্থানীয় একটি সংবাদ মাধ্যম  সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফের হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকটির অবস্থান টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক সংলগ্ন। তাছাড়া সীমান্তের নাফ নদীর অতি নিকটে। মিয়ানমারের রাখাইন প্রদেশ হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে পথিমধ্যেই সন্তান সম্ভাবা রোহিঙ্গা নারীদের প্রসব বেদনা শুরু হলে পরিচিত এবং স্থানীয়দের সহযোগিতায় নিকটস্থ হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে যান তারা । সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, প্যারামেডিক, ধাত্রী ও নার্সদের সহায়তায় সুন্দরভাবে ডেলিভারী সম্পন্ন করা হচ্ছে।

ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরী বলেন, এ পর্যন্ত কোন রোহিঙ্গা প্রসূতীর জঠিলতা পাওয়া যায়নি। ২১ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্লিনিকে আসা রোহিঙ্গা ২৪ জন প্রসূতী মা’কে  প্রসব সেবা দেওয়া হয়েছে। তারা সকলেই নিঃস্ব অসহায় হয়ে সূর্যের হাসি ক্লিনিক হতে প্রসব সেবা গ্রহন করেন। সেবা পরবর্তী সকলেই নিজ নিজ ক্যাম্পে চলে যান। এছাড়াও প্রতিদিন রোহিঙ্গা শরণার্থীদের ডেলিভারীসহ সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে’।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ