বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআন কে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে : ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

ইসলামী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনী আজ; থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: ইসলামী ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠান শুরু হয়ে চলছে রাত অবদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়া ইসলামী ধারার শীর্ষ লেখক, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের আলোচনা, অনুভূতি প্রকাশ, অসহায় রোহিঙ্গাদের জন্য নিবেদিত কবিতা ও সঙ্গীত পরিবেশিত হবে। এছাড়া থাকবে নির্মল বিনোদনের নানা আয়োজন। উপস্থিত প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থাও থাকবে। অনুষ্ঠানের আয়োজন সহযোগী হিসেবে রয়েছে আল-নূর কালচারাল সেন্টার কাতার।

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী লেখক ফোরামের সদস্য ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন বেফাকুল মাদারিসের মহাপরিচালক মাওলানা অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী, মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মুহাম্মাদ সালমান, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, জামিয়া গহরপুর সিলেটের প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রব্বানী, বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা নাসিম আরাফাত, বিশিষ্ট নজরুল গবেষক মহিউদ্দিন আকবর, ইসলামী পত্রিকা পরিষদের সভাপতি মুফতি আবুল হাসান শামসাবাদী, আল-নূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসূফ নূর, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মাওলানা যুবায়ের আহমদ, মারকাযুত তাহফিজ ইন্টান্যাশনালের পরিচালক নেছার আহমদ আন-নাছিরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বজয়ী কারী হাফেজ তরিকুল ইসলাম মঞ্চ মাতাবেন তেলাওয়াতে। কলরব-সমাধান শিল্পীগোষ্ঠীসহ খ্যাতিমান শিল্পীরা সুরের মুগ্ধতায় মাতিয়ে তুলবেন উপস্থিতিকে।

আপনিও আসুন, উপভোগ করুন একটি প্রাণবন্ত সন্ধ্যা।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। সারা দেশের প্রায় তিনশ লেখক এই সংগঠনের সদস্য। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় এই সংগঠনের কার্যক্রম রয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী লেখক কে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ