মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি ডাকসু নির্বাচনে ব্যালট নম্বর ঘোষণা, নম্বর নিয়েই জমে উঠছে প্রচারণা জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: সেলিমা রহমান

‘দালালদের খপ্পর থেকে রোহিঙ্গাদের বাঁচাতে সেনাবাহিনী নিয়োগ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে নির্যাতনের শিকার যেসব রোহিঙ্গা পালিয়ে আসছে বাংলাদেশে তারা টেননাফের স্থানীয় দালাল, সুবিধাবাদীদের খপ্পরে প্রতারিত হচ্ছে। এমনি এসব কাজে সরকারি লোকের সহযোগিতারও প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব রুখতে সেনাবাহিনী নিয়োগের আবেদন জানিয়েছেন বাংলাদেশে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এটি অনেক সম্মানের। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও ব্যক্তির খপ্পরে প্রতারিত হচ্ছে রোহিঙ্গারা এটি দেশের অসম্মান বয়ে আনবে।

রোববার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মিয়ানমারের বিমান বাংলাদেশে প্রবেশের মাধ্যমে সীমান্ত আইন লঙ্গন করায় রাষ্ট্রদূতকে বহিস্কারের আবেদনও জানান তিনি।

মাওলানা মাহফুজুল হক বলেন, বিশ্বব্যাপী প্রতিবাদ চললেও এখনো মিয়ানমারে মুসলিম হত্যা, নির্যাতন ও তাদের ঘর-বাড়ি জালানো বন্ধ হয়নি। মিয়ানমারের বিরুদ্ধে সৈন্য পাঠিয়ে আরাকানকে স্বাধীন করে রোহিঙ্গা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায়ই এর একমাত্র সমাধান।

তিনি আরো বলেন, মায়ানমার মুসলমানদের রক্ত নিয়ে খেলছে আর বাংলাদেশ সরকার তাদের থেকে চাউল ক্রয় করছে, এটা কোনোভাবেই মানা যায় না। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের বিষয়টি সরকারকে গুরুত্বসহকারে নিতে হবে।

তিনি দেশবাসী ও বিশ্ববাসী সকলকে সামর্থ্যের আলোকে মজলুম রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। তিনি হেফাজতে ইসলামের আগামীকালের মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার জন্য দলের নেতা-কর্মী ও ইসলাম প্রিয় তাওহিদী জনতার প্রতি উদাত্ত আহবান জানান।

মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলনা রুহুল আমীন খানের পরিচালনায় বক্তব্য রাখেন দলের যুগ্ন-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, মাওলানা নিয়ামতুল্লাহ, মহানগর সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ নাসির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, বায়তুলমাল সম্পাদক মাওলানা শামসুল আলম,সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রিজওয়ান হোসাইন, মাওলানা মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা এহসানুল হক প্রমুখ।

গরিবের সুন্দরী বউ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ