মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭


রোহিঙ্গা প্রবেশের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'রোহিঙ্গাদের প্রবেশের সঙ্গে ষড়যন্ত্রমূলক রাজনীতির সম্পর্ক থাকতে পারে। বিষয়গুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, 'রোহিঙ্গা অনুপ্রবেশ এ দেশে কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে। এতে বাংলাদেশ বারবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। মিয়ানমার সরকারের কাছে আহবান জানিয়ে বলবো, জাতিসংঘের অনুশাসন অনুযায়ী তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।'

ওবায়দুল কাদের বলেন, 'মানবিক দিক বিবেচনা করে বারবার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে। কিন্তু আর্থিক কারণে ত্রাণ সংকুলান করা বেশ কঠিন। যেখানে কক্সবাজারে ঠাঁই নাই অবস্থা, সেখানে রোহিঙ্গাদের বেশিসংখ্যক উপস্থিতি সামাজিক বিপর্যয় সৃষ্টি করছে।'

এ সময় তিনি বিএনপি নেত্রীর রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহবানের সমালোচনাও করেন।

 

 


সম্পর্কিত খবর