রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখে গেছেন ফার্মগেটে নিহত যুবক দুই সপ্তাহ ধরে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা গাজায় শিশুদের জীবন রক্ষায় যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে হবে: ইউনিসেফ সরকারের বোধোদয় না হলে কঠিন কর্মসূচির পথে হাঁটবে ইসলামী আন্দোলন সিম ব্যবহারে নতুন নীতিমালা: ৪ দিন পরেই বাতিল অতিরিক্ত সিমকার্ড বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর ভালোদের তুলে না আনলে অযোগ্যরা ওয়াজের মাঠ দখল করবেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

মোহাম্মদপুরে পারস্পারিক সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর মোহাম্মদপুরে পারস্পারিক সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোফাজ্জল হোসেন (১৭)।

মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় নামাজ পড়তে ডাকা নিয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় আহত মোফাজ্জল হোসেনকে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোফাজ্জল মোহাম্মদপুরের  ‘কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা’র দশম শ্রেণির ছাত্র। সে চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে।

গত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ছাত্রী নির্যাতনের অভিযোগে মহিলা মাদরাসার দুই শিক্ষিকা গ্রেফতার

মাদরাসার অধ্যক্ষ আবদুল আলিম রিজভী জানান, নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার নবম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্রদের মধ্য ঝগড়া হয়। এর জের গতরাতে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মোফাজ্জল আহত অবস্থায় মাদরাসার শৌচাগারে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘নামাজ পড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ