শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখর উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মৌলিক সাহিত্যে লেখক ফোরাম পদক পেলেন মাওলানা যাইনুল আবিদীন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই - মাওলানা রাকীবুল ইসলাম সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচন জরুরি -পীর সাহেব চরমোনাই কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠা লিখেছেন ইবনে শাইখুল হাদিস জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের

মোহাম্মদপুরে পারস্পারিক সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর মোহাম্মদপুরে পারস্পারিক সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোফাজ্জল হোসেন (১৭)।

মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় নামাজ পড়তে ডাকা নিয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় আহত মোফাজ্জল হোসেনকে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোফাজ্জল মোহাম্মদপুরের  ‘কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা’র দশম শ্রেণির ছাত্র। সে চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে।

গত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ছাত্রী নির্যাতনের অভিযোগে মহিলা মাদরাসার দুই শিক্ষিকা গ্রেফতার

মাদরাসার অধ্যক্ষ আবদুল আলিম রিজভী জানান, নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার নবম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্রদের মধ্য ঝগড়া হয়। এর জের গতরাতে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মোফাজ্জল আহত অবস্থায় মাদরাসার শৌচাগারে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘নামাজ পড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ