বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বদনজর ও কালো জাদু থেকে সুরক্ষার কোরআনি আমল নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

২২ জুলাই জমিয়তের কাউন্সিল সফলের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী ঝটিকা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২২ জুলাই সকাল ১০টায় মজলিসে শুরা ও বার্ষিক কাউন্সিল অধিবেশন আহবান করেছে। উক্ত অধিবেশন সফলের লক্ষ্যে গতকাল (১৫ জুলাই) শনিবার দুপুর ১১টায় কিশোরগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য জাকারিয়া আমীন, জেলা সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা জমিয়তের উদ্যোগে জেলা কার্যালয়ে সেক্রেটারী মাওলানা মাহবুব উল­াহর সভাপতিত্বে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য জাকারিয়া আমীন প্রমুখ।

সকাল ৭টায় ব্রাহ্মণবাড়ীয়া জেলা জমিয়তের উদ্যোগে বিশ্বরোড সংলগ্ন মাদরাসায় উপজেলা ও জেলা নেতৃবৃন্দের যৌথ সমাবেশ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

সকাল ১১টায় হবিগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, জেলা সেক্রেটারী মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ তাফহীমুল হক প্রমুখ।

বিকেল ২টায় মৌলভীবাজার জেলা জমিয়তের উদ্যোগে মাওলানা জামিল আহমদ আনসারীর উদ্যোগে জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাবেশে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবসহ জেলা নেতৃবৃন্দ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ