রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

ফিলিস্তিনের প্রতি সংহতি: ইস্তাম্বুলে সমবেত হয়েছে ৩০ মুসলিম দেশের তরুণরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিপীড়িত ফিলিস্তিনি জনতার প্রতি সংহতি জানাতে সমবেত হয়েছে বিশ্বের মুসলিম-অধ্যুষিত ৩০টিরও বেশি দেশের তরুণ প্রজন্ম। শনিবার তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে জড়ো হয়েছেন ওইসব দেশের তরুণ সংগঠন ও শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিয়নের সদস্যরা।

নিজস্ব ভূখণ্ডের সুরক্ষায় ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ জারি রেখেছে, তার সঙ্গে সংহতি প্রকাশ করতেই দুইদিনের এক সম্মেলনে জমায়েত হয়েছেন তারা। আয়োজকরা জানিয়েছেন, মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে বিশ্বের প্রতিটি মুসলিম নাগরিকের মনে জিইয়ে রাখতেই এই সমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশি তরুণেরাও।

শনিবার থেকে শুরু হওয়া সম্মেলনটি আয়োজক তুরস্কভিত্তিক আনাদোলু ইয়ুথ অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইয়ুথ এবং স্টুডেন্ট ইউনিয়নস টু সাপোর্ট প্যালেস্টাইন।

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেল ফিলিস্তিনের হেবরন শহর

হাইআতুল উলয়ার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত: এসেছে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

উদ্বোধনী ভাষণে আনাদোলু অ্যাসোসিয়েশনের প্রধান সালিহ তুরান বলেন, ‘ফিলিস্তিন, আল-কুদস এবং আল-আকসা মসজিদকে আলোচ্যসূচির শীর্ষে রেখে আমরা দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করছি। গোটা মুসলিম বিশ্বের তরুণ; যাদের ফিলিস্তিনের মানুষের প্রতি একইরকমের অনুভূতি রয়েছে তাদেরকে প্রতিনিধিত্ব করছি আমরা।’

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ফিলিস্তিনি মুক্তিকামী জনতার স্বাধীনতার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জারি রয়েছে। সরকার বদলের সঙ্গে সঙ্গে অন্যান্য নীতির বদল হলেও এই নীতি থেকে বাংলাদেশ কখনও সরে আসেনি। সম্মেলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সেই বাংলাদেশের তরুণরাও।

সেখানে যোগ দেওয়া শিক্ষার্থী আম্মার হোসেন জানান, ‘ফিলিস্তিনি ইস্যুতে সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে এবং এ ব্যাপারে জানাশোনা বাড়ানোটাই এ সম্মেলনে যোগ দেওয়ার মূল কারণ। ফিলিস্তিনি ইস্যু এবং আমাদের সহায়তা ও সমর্থনের অপেক্ষায় থাকা অন্য প্রতিবেশী মুসলিম দেশ নিয়ে মুসলিম তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে।’

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ