মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

আইএসের হামলার প্রতিশোধ নিতে প্যারিসের মসজিদে হামলার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের প্যারিসে একটি মসজিদে গাড়ি হামলা চালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার চেষ্টা করা হয় বলে জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম লা পারিসিয়ে জানিয়েছে, হামলাকারী আর্মেনিয়ী বংশোদ্ভূত। তিনি প্যারিসে আইএসের হামলার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। সে সময় তিনি মাদকাসক্ত ছিলেন না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয় মসজিদের সামনে একটি ভিড়ের মাঝে গাড়ি হামলা চালায় চালক। মসজিদের চারপাশের দেয়াল বেষ্টনীতে গাড়িটি ধাক্কা খেয়ে থেমে যাওয়ায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। ধাক্কার পর গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক।

গত ১৯ জুন লন্ডনের ফিন্সবারি মসজিদের সামনে এভাবেই গাড়ি হামলা চালিয়েছিলো এক ব্রিটিশ। সেই ঘটনায় একজন নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবার ফ্রান্সের ঘটনায় পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ