বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

হাসান আল মাহমুদ সম্পাদিত প্রয়াস ঈদসংখ্যা বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাহিত্য সংস্কৃতি ও প্রগতির লিটল ম্যাগ প্রয়াস এর ঈদুল ফিতর সংখ্যা এখন বাজারে। পত্রিকাটি ঢাকাসহ দেশের পত্রিকা স্টলগুলোতে পাওয়া যাচ্ছে। গল্প, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, ছড়ায়,গদ্যে ঈদের নির্মল আনন্দ বিলিয়ে দিতে দেশের প্রথিতযশা লেখক, সাহিত্যিক, কবি, গল্পকার, ঔপন্যাসিক, গদ্যকার, প্রবন্ধকার, ছড়াকারের নিখুঁত শব্দ চয়নে প্রয়াস কে একটি সমৃদ্ধ ঈদসংখ্যায় পরিণত করেছে।

হাসান আল মাহমুদ এর সম্পাদনায় প্রয়াস এর এই ঈদুল ফিতর-২০১৭ সংখ্যায় ‘ছেলেবেলার ঈদ আনন্দ’ শিরোনামে চমৎকার ঈদ ভাবনা লিখেছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহকারী সম্পাদক, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী। ‘ ঈদ মর্ম ও চেতনা’ শিরোনামে প্রচ্ছদ রচনা লিখেছেন কবি ও মুহাদ্দিস ফয়জুল্লাহ আমান। ঈদ সংশ্লিষ্ট বিষয়ে দুইটি কাব্য লিখেছেন কবি হাসান আল মাহমুদ।‘মাহে রমজান: মুমিনের উত্তম উপহার’ শিরোনামে রমজান নিয়ে একটি তাত্তিক নিবন্ধ লিখেছেন আজিজুল্লাহ কাসেমী। ‘বিশ্ব কবি জালালুদ্দিন রুমি রহ:’ শিরোনামে শ্রদ্ধাঞ্জলি লিখেছেন গদ্যশিল্পী শামসুদ্দীন সাদী।

আরবী ভাষার বিখ্যাত গল্পকার আবদুত আবু তাওয়াব এর গল্প থেকে ‘শ্রেষ্ঠ মানব’ শিরোনামে একটি চমৎকার অনুবাদ গল্প লিখেছেন আব্দুল্লাহ আল ফারুক। ইংরেজি ভাষার বিখ্যাত লেখক উইলিয়াম সমারসেট মম এর গল্প থেকে ‘মুক্তি’ শিরোনামে চমৎকার অনুবাদ গল্প লিখেছেন রেজা কারিম। বিখ্যাত লেখক নজির আহমদ আরাকানি এর গল্প থেকে অনুবাদ গল্প লিখেছেন আমির সিদ্দীক। ‘আয়োজিত উদযাপন’ শিরোনামে ঈদের মৌলিক গল্প লিখেছেন ওমর আলী আশরাফ। ‘বাকরুদ্ধ ঊষাকাল’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন হাসান ইনাম। ‘অদৃশ্য প্রেম’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন আমিন হানিফ। ‘সাইমাদের ঈদ’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন রুমান হাফিজ। ‘নতুন ভোর’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন আহমাদ যুবায়ের।

‘ক্যাসিও ঘড়ি’ শিরোনামে চমৎকার একটি স্মৃতিগদ্য লিখেছেন জনপ্রিয় ঔপন্যাসিক, গদ্যকার রোকন রাইয়ান। ‘বিদায় সন্ধ্যা আসিল ওই’ শিরোনামে গদ্য লিখেছেন মাহফুজ তানিম। ‘ম্যাডাম’ শিরোনামে আকর্ষণীয় একটি সম্পূর্ণ উপন্যাস লিখেছেন শামীম আহমাদ।‘শুদ্ধতা সাহিত্যেল অর্ধেক’ শিরোনামে পাথেয় লিখেছেন আমির জিহাদ। ‘সাতছড়ির গহীন অরণ্যে’ শিরোনামে ভ্রমণকাহিনী লিখেছেন দেলোয়ার শামস। ‘শেখ সাদীর কারিমা: আদর্শ ও শিল্পের সমন্নিত কাব্যগ্রন্থ’ শিরোনামে পাঠম্মোচন লিখেছেন মুঈনুল ইসলাম।

কবিতা ও ছড়া লিখেছেন কবি মুহাম্মদ নুরুল হুদা, ছড়াকার কবি আবু সালেহ, কবি অসীম সাহা, ছড়াকার কবি ফারুক নওয়াজ, ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি মুসা আল হাফিজ, ছড়াকার কবি জগলুল হায়দার, ঔপন্যাসিক, কবি তাহমিনা কোরাইশী, কবি সাইফ সিরাজ ,ছড়াশিল্পী কবি সায়ীদ উসমান, ছড়াকার কবি মানসুর মুজাম্মিল, গল্পকার কবি আমিন আশরাফ, ছড়াকার ফারহান বিল্লাহ, গল্পকার কবি মুহাম্মদ ফরিদ হাসান, গল্পকার কবি আব্দুল্লাহ আশরাফ, প্রবন্ধকার কবি মিযানুর রহমান জামীল, ছড়াকার পথিক মুহাম্মদ ইদ্রিস, ছড়াকার ফজলুল হক মিলন, নিবন্ধকার কবি মাহমুদুল হক জালীস, কবি হাসান সিদ্দিক, ছড়াকার মঈন মুসতাকিম , ছড়াকার এইচ এম জাবেদ হোসাইন, ছড়াকার মকবুল হামিদ, ছড়াকার হাসান জুনাঈদ, ছড়াকার সাকিব সাকিন, কবি জসিম মারূফ, কবি নীলা আলম নীল, ছড়াকার সাজ্জাদ হোসেন সাখাওয়াত, কবি মাসুক আহমেদ, কবি মাহমুদ আরিফ, ছড়াকার ইব্রাহীম হাসান হৃদয়, কবি মামুনুর রহমান আজাদী, ছড়াকার জাহিদ সজল, ছড়াকার রাফাতুল ইসলাম, কবি ইদ্রীস আলী মধু, কবি শান্ত চৌধুরী, কবি রহিম ইবনে বাহাজ, কবি তানভীর আহমদ তাজীন প্রমুখ।

‘বাবার চিঠি পাঠানো দেখে ছাত্ররা বলতো এমন সন্তানপাগল লোক আর দেখিনি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ