মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন ‘বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে’ ফেসবুকে এমন পোস্টে ভারতের সুপ্রিম কোর্টে মামলা নির্বাচন সুষ্ঠ করতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার ‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’ প্রাথমিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা অভিমানী মানুষের মতোই বিদায় হাফেজ ত্বকীর এক মাসে ওমরাহ পালন ১ কোটি ১৭ লাখ মুসল্লি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যুর শঙ্কা

‘তুমি কোনো কিছুর সঙ্গে জড়িত না, তাই ছেড়ে দিচ্ছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর শাখার সহ-সাধারণ সম্পাদক ও মাদরাসা ছাওতুল হেরা’র শিক্ষক মাওলানা শহীদুল্লাহ সরকার নিখোঁজ হওয়ার ৪৯ দিন পর বাসায় ফিরেছেন।

গত বুধবার ইফতারের পর রাজধানী ঢাকার খিলক্ষেতে চোখ বাঁধা অবস্থায় তাকে রেখে গেলে সেখান থেকে তিনি একটি বাসে চড়ে রাত তিনটার দিকে ময়মনসিংহের বাসায় ফেরেন।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ইত্তেফাকুল উলামা’র নেতৃবৃন্দ তার বাসায় ছুটে যান। এসময় মাওলানা শহীদুল্লাহ সরকার নেতৃবৃন্দকে জানান, গত ২৫ এপ্রিল ডিবি পুলিশের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর তাকে চারদিন এক জায়গায় রাখা হয়। সেখানে তাকে তেমন কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। মারধর বা অশোভন আচরণও করা হয়নি। চারদিন পর চোখ বেঁধে একটি ছোট্ট কামরায় হ্যান্ডকাপ পরানো অবস্থায় রাখা হতো। স্বাভাবিক খাবার দেওয়া হতো। তবে ছেড়ে দেওয়ার আগে খুব ভালো ইফতার খাইয়েছে।

সংসদে কওমি স্বীকৃতির আইন চাইলেন এমপি এহিয়া চৌধুরী

মাওলানা শহীদুল্লাহ সরকার আরো জানান, বুধবার ইফতারের পর তাকে একটি গাড়িতে তোলা হয়। বলা হয়, ‘খোঁজখবর নিয়েছি, তুমি কোনো কিছুর সঙ্গে জড়িত না। তাই ছেড়ে দিচ্ছি।’ বেশ কিছু সময় পর গাড়ি থামিয়ে তাকে নামানো হয়। চোখ বাঁধা অবস্থায় রাস্তার কিনারায় নিয়ে প্রস্রাবের ভান করে বসতে বলে। এরপর দুই হাজার টাকা হাতে দিয়ে বলে, ‘সামনে খিলক্ষেত। বাসে উঠে বাড়ি চলে যাও।’ এসময় তার মোবাইল ফোনটি রেখে দেওয়া হয় বলেও জানান তিনি। এরপর তিনি খুব ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে থাকাবস্থায় মাদরাসার দু’জন ছাত্র তাকে সেখান থেকে খিলক্ষেত নিয়ে একটি বাসে উঠেয়ে দেয়। বাসের এক যাত্রীর মোবাইল থেকে স্ত্রীকে ফোন করে নিজের মুক্ত হওয়ার কথা জানান। শেরপুরগামী বাসটি রাত তিনটার দিকে ময়মনসিংহ শহরের পাটগোদাম ব্রিজের মোড়ে এসে থামলে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়েছি, তিনি বাড়ি ফিরেছেন।

সূত্র: ইত্তেফাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ