মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের, তীব্র বিতর্ক নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নগর সম্মেলন, নতুন কমিটি ঘোষণা ইসলামপন্থীদের টার্গেট করে বেআইনিভাবে আটক বন্ধের দাবি বিহারে মুসলিম হকার হত্যা: ভিকটিমকেই ‘চোর’ বানানোর চেষ্টা মসজিদে নববীর মুয়াজ্জিনের ইন্তেকাল মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেমকে তুলে নেওয়ার অভিযোগ আবরার ফাহাদ-ওসমান হাদির নামে দুই ভবনের নাম রাখলেন শিক্ষার্থীরা মুফতি শামাইল ও জাবেদ আখতারের বিতর্ক, দরকারি কিছু কথা ঢাকা–১৩ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত ইবনে শাইখুল হাদিস বাড়িতে যৌনকর্মীদের আশ্রয়, জামায়াত নেতা বহিষ্কার

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও গরীব মারার বাজেট: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ঋণনির্ভর ও গণবিরোধী’ বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় দলটির আমির  মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

ওই বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপিত, ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের কোন কল্যাণ হবে না এবং এ বাজেট দিয়ে নির্বাচনী বৈতরণীও পার হওয়া যাবে না। চার লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে এক লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সূদে ঋণ নিতে হবে সরকারকে।।

শুধু সুদ প্রদানে বাজেটের ১০.৪% ব্যয় হবে। বিশেষ করে, দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা সরকার ঋণ হিসেবে নিয়ে নিলে বেসরকারি ও ব্যক্তিগত খাতে ব্যাংকের বিনিয়োগ বাঁধাগ্রস্ত হবে। অন্যদিকে, জনগণের উপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

খেলাফত মজলিসের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রস্তাবিত বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। এবারের বাজেটে গতবছরের তুলনায় ৩৪ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হয়েছে।

প্রতি বাজেটেই সরকার সাধারণ জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। বাজেটে প্যাকেজ ভ্যাট বাদ দিয়ে সবার জন্যে ঢালাও ১৫ শতাংশ হারে ভ্যাট চালু করায় ক্ষুদ্র ব্যবসায়ীরা মরাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। সাধারণ জনগণ ক্ষতিগ্রস্থ হবেন। গরীব মারার এ বাজেট জনগণ মানবে না।’

গ্যাসের মূল্য বৃদ্ধির সমালোচনা করে ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘মাত্র ৩ মাস আগে ১ মার্চ থেকে এক দফা গ্যাসের দাম বাড়ানো হয়। এখন আবার গ্যাসের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের উপর চরম জুলুমের সামিল।’
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ