বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

আমরা বড় হতে চাই, কিন্তু...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোশাররফ ইবনে আলী: আমরা বড় হতে চাই। অনেক বড়। কিন্তু বড় হওয়ার জন্য চেষ্টা করি না| বড় হওয়ার স্বপ্ন দেখি, বড় হওয়ার স্বপ্ন বুনি, স্বপ্নকে লালন করি| কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করার প্রয়াস চালাই না| স্বপ্ন দেখা সহজ, স্বপ্নের বাসাবাঁধা সহজ, স্বপ্নের আশা লালন করা সহজ| কিন্তু স্বপ্নকে বাস্তবে জয় করা বড়ই কঠিন|স্বপ্নের আকাশে উড়া,স্বপ্নের রাজ্যে ভ্রমণ করা সহজ হলেও স্বপ্নকে জয়করে বাস্তবে পরিণত করা বড়ই কষ্ট কর ও দুঃসাধ্য|

আমরা কিছু পেতে চাই| কিন্তু কিছু দিতে চাই না| কিছু পেতে হলে কিছু দিতে হয়, সে কথা মনে রাখি না| আমরা ভুলে যাই| আমাদের গন্তব্যকে ভুলে যাই| ভুলে যাই আমাদের বড় হবার প্রত্যাশাকে| ভুলে যাই স্বপ্নের আশাকে|আমাদের আশাকে নিরাশা বানিয়ে উড়িয়ে দেই| আমরা হাড় মেনে যাই গন্তব্যের পথে পাড়ি দিতে| আমরা হাড়িয়ে ফেলি আশার ভরশাকে | আমরা নিঃশ্চল হয়ে পড়ি পথের প্রান্তে| আশার দুরাশা ও প্রত্যাশা সব হয়ে যায় হতাশা| ক্লান্ত পথিকের ন্যায় পথের ধারে নিঃশ্চল হয়ে স্থবির মনে আশার নিরাশা হয়ে বসে থাকি|যা আদৌ কাম্য নয়|

আমরা সম্মান আর্জন করতে চাই| কিন্তু সম্মানের পথে হাটি না| আমরা অনেক পেতে চাই, চেষ্টা-শ্রম আর মুজাহাদা করি না| আমরা সফল হতে চাই| আমরা সফলার মুখ দেখতে চাই| কিন্তু সফলতার পথে হাটি না|আমরা বড়ই অলস,বড়ই অলস| আমরা শুরু করি শেষ করি না| আমরা অনেক কিছু বুঝি, কিন্তু বুঝকে কাজে লাগাই না| চিন্তা করি, ফিকির করি, মেহেনত করি না| তাই আমাদের আশা হয় দুরাশা| প্রত্যাশা হয় হতাশা|সফলতার পথে পাড়ি জমাতে পারি না| স্বপ্ন, স্বপ্ন হয়েই বেঁচে থাকে মনে| স্বপ্নের রাজ্যে বিচরণ করার সৌভাগ্য হাসিল হয় না| স্বপ্ন শুধু দুলতে থাকে মনে| বাস্তবে জয় হয় না| তাই.....

হে বন্ধু!!
হে বন্ধু,তুমি কি চাও বড় হতে? সফল হতে? জাতির কল্যাণে নিয়োজিত হতে? তুমি কি চাও এভারেষ্টের মত সুউচ্চ পাহাড়কে ডিংগিয়ে সফলতার পথে পাড়ি জমাতে?

তাহলে ফিরে এসো, চলে এসো! হৃদয়ের বদ্ধ দোয়ার খোলে দাও! উজার করে দাও মানকে| চেষ্টা-মেহেনতে আর মুজাহাদার পথে পা বাড়াও|সমস্ত হতাশা আর দুঃশ্চিন্তা হটিয়ে দাও| জীবনকে উৎসর্গ করে দাও সফলতার রাজপথে| জীবনকে কুরবান কর| জীবনের সর্বশান্ত বিলিয়ে দাও| তাহলেই পাবে তুমি সফলতার পথ|দেখতে পাবে স্বপ্নের সফলতার সোপান|

মনকে পরিষ্কার কর| নিজের গন্তব্য নির্ধারণ কর| চিন্তা চেতনাকে সংস্কার কর| নিজের আবেগ অনুভূতি, ইচ্ছা, আগ্রহ, সখ ও স্পৃহাকে জাগ্রত কর| সবাই কি করছে তা নয় | বরং আমি কি করছি তা চিন্তা কর| সময়কে কাজে লাগিয়ে সময়ের সুষ্ঠু ব্যবহার করতে শিখ| নিত্যাদিনের লেখা পড়ার ব্যাপারে সচেতন হও| এক দিন তুমি হবে যমানার মুজাদ্দিদ| সংস্কারক| জাতির দুরদিনের রাহবার, কর্ণধার, পথপ্রদর্শক|

মনে রেখ বন্ধু এই ছোট্ট বচন খানি!

ছোট্ট ছোট্ট বালু কণা বৃন্দু বৃন্দু জল,
হয়ে যায় মহাদেশ সাগর অতল|

শিক্ষার্থী: বারিধারা মাদরাসা ঢাকা।

তাকমিলের জন্য পরিকল্পিত পড়ালেখা; যেভাবে উপকৃত হবেন পরীক্ষায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ