সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
 আগামীকাল শহীদী শপথ পড়াবে ইনকিলাব মঞ্চ বিএনপিকে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে : রেলপথ উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবার মহাখালীতে এক ব্যক্তি গুলিবিদ্ধ নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে: এ্যানি দুই আসনে মন গলেনি নুর-রাশেদদের, বিএনপির সঙ্গ ছাড়ার ইঙ্গিত সৎ প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা সাংবাদিক নূরুল কবীরের বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বাংলাদেশ  খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

কওমি স্বীকৃতিকে ইতিবাচক হিসেবেই দেখছি: অধ্যক্ষ ইউনুস আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী কতৃক কওমি মাদরাসা সনদের স্বীকৃতির ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। কওমি মাদরাসা সংশ্লিষ্টরা ছাড়াও আলোচনায় আসছেন বাম পাড়ার কথিত প্রগতিশীল শিক্ষাবিদ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা। বিশেষ করে স্বীকৃতি ঘোষণা বৈঠকে সুপ্রিমকোর্টের সামনে মূর্তি সরানোর ব্যপারে প্রধানমন্ত্রীর মন্তব্যে তথাকথিত অসাম্প্রদায়িক চেতনার দাবিদার প্রগতিশীল মহলে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে দেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদের  সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের প্রতিনিধি শাহনূর ইসলাম শাহীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সনদের স্বীকৃতির ঘোষণা দিয়েছেন বিষয়টি কীভাবে দেখছেন?

কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতি আলেমদের দীর্ঘদিনের দাবি। সরকার এটা মেনে নিয়েছে। দাওরা হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেয়ার ঘোষণা দিয়েছে। এটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। এখানে বিরোধের কোনো বিষয় চোখে পড়ছে না।

অনেকেই সন্দেহ করছেন এই স্বীকৃতির পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বিশেষ করে সরকারি কোনো হস্তক্ষেপের আশঙ্কা আছে কিনা?

আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটা ইতিবাচক। পরবর্তীতে কী হবে না হবে সেটা অবস্থার পর্যবেক্ষণ সাপেক্ষে বলা যাবে।

স্বীকৃতির ঘোষণা দেয়ার পর থেকেই সর্বত্র পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। কওমি সংশ্লিষ্টরা ছাড়াও প্রগতিশীলতার দাবিদার শিক্ষাবিদ বুদ্ধিজীবীরাও আছেন এই তালিকায়। তারা বেশ ক্ষেপেছেনও। এটা কেন? এ ব্যপারে কী বলবেন?

আসলে একটা শ্রেণি তো সবসময়ই থাকে যারা আলেম ওলামা মসজিদ মাদরাসা দীন-ধর্মের বিরোধিতা করে। এরা মূলত ধর্ম বিদ্বেষ থেকেই বিরোধিতা করছে এবং করবেই।

গণভবনে ওলামাদের বৃহত বহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। কারণ কী?

ইসলামী আন্দোলনের প্রতিনিধি ছিল না বিষয়টা এমন না। চরমোনাই মদরাসাসহ যতগুলো মাদরাসা আছে সবগুলোই বেফাকের অন্তর্ভুক্ত। বেফাকের প্রতিনিধি থাকা মানেই আমাদের থাকা। বেফাকের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই। তাছাড়া বেফাকের বিভিন্ন বৈঠকে আমাদের প্রতিনিধি থাকে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

সুপ্রিমকোর্টের সামনে গ্রীক দেবির মূর্তি সরানোর ব্যপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বামপন্থী বুদ্ধিজীবীরা বলছেন এটা নাকি সাস্কৃতিক পরাজয়। আসলেই কী মূর্তি বা ভাস্কর্য দেশীয় সংস্কৃতির অংশ?

কিছুতেই না। মূর্তি সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি। এটা তাদের ধর্মীয় আচারের সাথে সম্পৃক্ত কিছুতেই তা বাঙালি সংস্কৃতির অংশ হতে পারে না। বিশেষ কোনো জাতিগোষ্ঠীর ধর্মীয় প্রতীক ভিন্ন কারো উপর চাপিয়ে দেয়াটা মারাত্মক অন্যায়। এটা কখনোই মেনে নেয়া যায় না।

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে প্রজ্ঞাপন, ৩২ সদস্যের কমিটি

কওমির স্বীকৃতি; যেভাবে দেখছেন শিক্ষার্থীরা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ