মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


প্যারিসের বিমানবন্দরে হামলাচেষ্টা, কলকাতা হাইকোর্টে বোমাতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamla_franceফ্রান্সের রাজধানী প্যারিসের অর্লি বিমানবন্দরে এক সৈন্যের বন্দুক ছিনিয়ে হামলার চেষ্টা করে এক ব্যক্তি। তবে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক গুলি চালালে নিহত হন তিনি।

শনিবারের এ ঘটনার পর বিমানবন্দরটির একটি অংশ খালি করে ফেলা হয়েছে বলে ফরাসি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের নিয়ে নিরাপত্তা বাহিনী প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটিতে অভিযান শুরু করেছে। এ সময় বিমানবন্দরে আরোপিত নিরাপত্তা বেষ্টনি থেকে লোকজনকে দূরে থাকতে বলেছে পুলিশ।

গত মাসে প্যারিসের ল্যুভ মিউজিয়ামে এক ব্যক্তি ছুরি নিয়ে এক সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ার পর তাকে গুলি করা হয়, পরে গুলিতে আহত ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা হাইকোর্টে ছড়িয়েছে বোমাতঙ্ক। হাইকোর্টের একটি ল্যান্ডলাইন নম্বরে এক বিচারপতির নাম করে উড়ো ফোনটি আসে। এরপরই আতঙ্ক ছড়ায় উচ্চ আদালত চত্বরে।

ফোনের ওপার থেকে বলা হয় ওই বিচারপতির চেম্বার ও হাইকোর্টের কোণায় কোণায় বোমা রাখা আছে। পারলে খুঁজে নিন। না হলে বোমটি যে কোনও সময় ফেটে যাবে।

তবে পুলিশের অভিযানের পর সেখানে কোনো বোমা পাওয়া যায়নি।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ