শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


সব রোহিঙ্গাকে বের করে দিতে চাইছে সরকার: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Yanghi leeআওয়ার ইসলাম : জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশটির সরকার নিজ ভূখণ্ড থেকে সব রোহিঙ্গা মূসলমানকে হয়ত বের করে দিতে চাইছে।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। লি বলেন, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেয়ার লক্ষ্যেই হয়ত তাদের  বিরুদ্ধে সংঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে।

লি দু দফা মিয়ানমার সফর করেছেন। তিনি বলেন, ঘরে ঘরে তল্লাসির নামে দেশটিতে রোহিঙ্গাদের জীবন বিষিয়ে তোলা হয়েছে। এছাড়া, গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি ভাঙার তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ