শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

ট্রাক চালকের পাঠাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pathagarপেশায় তিনি আবর্জনা ট্রাক চালক৷ তিনি আবর্জনার স্তূপ থেকে বই সংগ্রহ করে গড়ে তুলেছেন পাঠাগার৷ আর প্রতিবেশী গরিব শিশুরা বিনামূল্যে সেখানে বই পড়ার সুযোগ পাচ্ছেন৷ এই ট্রাক চালকের পাঠাগার গড়ার ভিডিওটি এখন ভাইরাল৷

পেশায় তিনি আবর্জনা ট্রাক চালক৷ তিনি আবর্জনার স্তূপ থেকে বই সংগ্রহ করে গড়ে তুলেছেন পাঠাগার৷ আর প্রতিবেশী গরিব শিশুরা বিনামূল্যে সেখানে বই পড়ার সুযোগ পাচ্ছেন৷ এই ট্রাক চালকের পাঠাগার গড়ার ভিডিওটি এখন ভাইরাল৷

সেসময় রাতের বেলায় আবর্জনা ট্রাক চালাতেন তিনি৷ সেই বইগুলো তার ছোট্ট বাড়ির নিচের ঘরে জমা করতেন৷ এখন সেই ঘর কমিউনিটি গ্রন্থাগারে পরিণত হয়েছে৷ বইয়ের সংখ্যা ২০ হাজারেরও বেশি৷ রসায়ন পাঠ্য পুস্তক থেকে শুরু করে শিশুদের নানারকম বই রয়েছে সেখানে৷

গুতিয়েরেজের মতে, তাঁর মতো দরিদ্র পরিবারের শিশুদের কাছে এইসব বই পাওয়া এক ধরনের বিলাসিতা ছাড়া আর কিছুই না৷ শিশুরা এ সব বই পড়তে পেরে ভীষণ খুশি হয় বলে জানালেন তিনি৷ তিনি জানালেন, বোগোটায় ১৯টি গ্রন্থাগার রয়েছে৷ কিন্তু এগুলোর সদস্য হতে গেলে অনেক অর্থ ব্যয় করতে হয়৷ প্রতিবেশী শিশুরাই মূলত তাঁর পাঠাগারের পাঠক৷

গুতিয়েরেজের গ্রন্থাগারের এই ভিডিওটি ধারণ করেছে এজে প্লাস ভিডিও৷ ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে৷ এরমধ্যেই ৬০ হাজার বারের বেশি এটি দেখা হয়েছে সেখানে৷ শেয়ার হয়েছে অন্তত ১০ হাজার বার৷

সূত্র: ডিডব্লিউ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ