শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

ওমরা ভিসায় সৌদিতে ভিক্ষাবৃত্তি: আটক ১৮ পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

omara_saudiদিদার শফিক: ওমরার নামে সৌদি গিয়ে মক্কা-মদিনায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত এমন ১৮জন পুরুষ ওনারী ভিক্ষুককে গ্রেফতার করেছে সৌদি সরকার। ওমরা মৌসুমের প্রাক্কালেই পাকিস্তানের ভাব-মূর্তি ক্ষুন্নকারী একটিচক্র্ একাজে  ওঠে পরে লেগেছে।

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের ২১ হাজার লোক মক্কা-মদিনায ভিক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে কুদরতডটকম বরাতে জানা যায়।

সৌদি গোয়েন্দা সংস্থা ভিক্ষুকদের আগমন সম্পর্কে অবগত হওয়ার পর ভিক্ষুক গ্রেফতার অভিযান শুরু হয়। এই অভিযানে ১৮জন পুরুষ ও নারী ভিক্ষুককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। সৌদি সরকার গ্রেফতারকৃত ভিক্ষুকদের নামের তালিকা প্রকাশ করেছে। গ্রেফতারকৃতরা হলেন- আমির খান,শাবিরন বিবি, মুখতার আহমদ, নেয়ামত খাতুন, নুসরত বিবি, সাজাবিল হোসাইন, শামে খাতুন, আব্দুল কুদ্দুস, নাজিরন বিবি, জরিনা বিবি, রিয়াজ আহমদ, আজম খান, জারু খান, মুনিরা বিবি, সাহেবা মাঈ, মাহরু মাঈ, বিনু মাঈ প্রমুখ।

ভিক্ষুক গ্রেফতার অভিযানে ভিক্ষুকচক্রের হোতা মুখতারও গ্রেফতার হয়েছে।মুখতারই এ ভিক্ষুকদের পরিচালনা করত। জেল হাজতে এক জবানবন্দিতে  মুখতার বলেন, পাকিস্তানের ১২০জন লোক করাচি এবং রহিম ইয়ার খান এর একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ভিসা লাগিয়ে সৌদি আরব পাঠানো হয়।

মুখতার জানায়, মদিনায় পাঠানো ভিখারীরা হজ পর্যন্ত এখানেই অবস্থান করে মদিনা জিয়ারতকারীদের কাছে ভিক্ষা চায়। এ সময়ের মধ্যে ভিক্ষা করে প্রতি মাসে তাদের ২০-২৫ হাজার রিয়াল অর্জন হয়। ভিক্ষাবৃত্তিতে অর্জিত অর্থের অর্ধেক ট্রাভেল এজেন্টকে প্রদান করতে হয়। ভিক্ষুক গ্রেফতার অভিযানে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন,মক্কা-মদিনায় জামাল খানের ভাই জারু খান ভিক্ষুকদের তত্তাবধান করে থাকেন। সূত্র: কুদরত ডটকম

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ