শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাধ্যতামূলক সেনা নিয়োগ পরিকল্পনার প্রতিবাদে ২ লাখ ইহুদির বিক্ষোভ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি চীনের চিকিৎসার আপডেট জানালেন মাওলানা ইনআমুল হাসান ফারুকী মানুষ এখন চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক: গাজী আতাউর রহমান লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সহকারী প্রধান শিক্ষকের ঘুষিতে নারী শিক্ষক আহত, সাতদিনেও মেলেনি বিচার সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম তোমাকে খুব মনে পড়ে মা

বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দকে নিষিদ্ধের খবর ভারতীয় মিডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

নয়া দিল্লির তাবলিগি মারকাজ নিজামুদ্দীনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বিতর্কিত বক্তব্য ও এর প্রেক্ষিতে দারুল উলুম দেওবন্দের ফতোয়া জারির পর নিঃশর্ত রুজু না করার কারণে বাংলাদেশের প্রাচীন দীনি মাদরাসা আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় নিষিদ্ধ ঘোষণা করেছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি দৈনিক।

রিপোর্টে বলা হয়েছে, মাওলানা সা'দের ইসলাম সাংঘর্ষিক বয়ানের বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ থেকে জারিকৃত ফতোয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল উলামা ও মুফতিয়ানে কেরাম দারুল উলুম দেওবন্দের ফতোয়ার সাথে সহমত পোষণ করেছেন৷

রিপোর্টে বলা হয়, আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না মাওলানা সা'দ নিজের অবস্থান থেকে ফিরে আসেন তাকে বাংলাদেশে আসার অনুমতি নেই৷ আল্লামা শফি বলেন, মাওলানা সা’দ বাংলাদেশে আসলে দ্বীনের বড় ধরনের ক্ষতি হতে পারে৷ উলামা ও মুবীল্লিগদের মাঝে এখতেলাফ বেড়ে যেতে পারে৷ তাই আগামী বিশ্ব ইজতেমায় তার উপস্থিত না হওয়াই সমচীন মনে করছি৷

উল্লেখ্য, দেওবন্দের সম্মানিত উস্তাদ মুফতি ইশতিয়াক এর বর্ণনা মতে, আল্লামা আহমদ শফি (হাফিযাহুল্লাহু) দারুল উলুম দেওবন্দ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন৷ তবে ওই চিঠির বিস্তারিত এখনো জানা জায়নি৷ বিষয়টি আজ ভারতের কয়েকটি জাতীয় দৈনিকের প্রথম পাতায়ও ছাপা হয়েছে৷

এ বিষয়ে হাটহাজারী মাদরাসায় যোগাযোগ করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক উস্তাদ জানিয়েছেন, আল্লামা আহমদ শফী কয়েকদিন আগে একটি চিঠি পাঠিয়েছেন দারুল উলুম দেওবন্দে। সেখানে মাওলানা সাদ সাহেবের বিষয়টি থাকতে পারে।

আরো পড়ুন : বিশ্ব তাবলিগের মুরব্বি মাওলানা সা’দ সম্পর্কে দেওবন্দের বিশেষ ফতোয়া

বিশ্বতাবলিগের আমির সম্পর্কে দেওবন্দের ফতোয়া: কিছু বিভ্রান্তি ও তার জবাব

দেওবন্দের ফতোয়ার প্রেক্ষিতে পাঠানো মাওলানা সা’দের চিঠি

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ