 আওয়ার ইসলাম: বড়দিনে মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি রাজ্যে ছয়টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও অন্য রাজ্যে আরো সাতজনকে হত্যা করা হয়েছে। সোমবার গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আওয়ার ইসলাম: বড়দিনে মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি রাজ্যে ছয়টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও অন্য রাজ্যে আরো সাতজনকে হত্যা করা হয়েছে। সোমবার গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মিচোকন রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, জালিসকো রাজ্যের কাছের একটি মিউনিসিপালিটি জিকুইলপানে বড়দিনে ছয়টি মাথা উদ্ধার করা হয়েছে। জালিসকো রাজ্যটি মাদক চোরাচালান চক্রগুলোর মধ্য সংঘর্ষ লেগেই থাকে।
এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে, দেহগুলো পাওয়া যায়নি। নিহতদের পরিচয়ও জানা যায়নি।
পার্শ্ববর্তী গুইরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, অটোয়ারক দে আলভারেজ মিউনিসিপালিটির একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরার সাতজনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ও দুইজন দম্পতি।
রাজ্যের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে একজন মিউনিসিপাল পুলিশ কর্মকর্তা ও আরেকজন রাজ্য পুলিশ কর্মকর্তা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিশোধ নিতে গিয়ে তারা একজনকে মারতে গিয়েছিল। কিন্তু পরে সবাইকে মেরেছে।
আরআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        