বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ওমানে বাংলাদেশী শ্রমিক বেড়েছে, কমেছে রেমিটেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oman4আওয়ার ইসলাম: ওমানে বাংলাদেশী শ্রমিক বাড়লেও রেমিটেন্স কমেছে। ওমান সরকারের তথ্যমতে, নভেম্বর পর্যন্ত সেখানে কর্মরত বিদেশী শ্রমিকদের মধ্যে বাংলাদেশী শ্রমিকের সংখ্যাই সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশ সরকার বলছে, শ্রমিকের সংখ্যা বাড়লেও রেমিটেন্স কমেছে ওই মাসে।

হিসাব অনুযায়ী অক্টোবরের শেষে রেমিটেন্সের পরিমাণ ছিল ৬ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার। কিন্তু নভেম্বরের শেষে তা কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার। এ তথ্য দিয়েছে অনলাইন টাইমস অব ওমান।

এর আগে ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশন-এর (এনসিএসআই) তথ্য উদ্ধৃত করে ওই পত্রিকাটি রিপোর্ট দেয় যে, নভেম্বরের শেষে ওমানে কর্মরত বাংলাদেশী শ্রমিকের সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ৪৪৯। অক্টোবরে এ সংখ্যা ছিল ৬ লাখ ৮৫ হাজার ২৫।

‘বাংলাদেশী মাইগ্রেন্ট নাম্বার রাইজ ইন ওমান, বাট রেমিটেন্সেস ফল’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, প্রতিমাসে ওমানে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে অনুযায়ী বাড়ছে না রেমিটেন্স। উল্টো তা কমছে।

ওমানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত একজন কর্মকর্তা অবশ্য এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, শ্রমিকরা অনিরাপদ পদ্ধতিতে অর্থাৎ সরকার অনুমোদিত নয় এমন পথে টাকা দেশে পাঠানোকেই বেশি উপযোগী মনে করেন। এ ছাড়া রয়েছে ওমানের অর্থনৈতিক পরিস্থিতি। এসব কারণে রেমিটেন্স কমেছে।

তিনি আরও বলেছেন, আমরা প্রাপ্ত তথ্য যাচাই করে দেখছি। বিশেষ করে অর্থনৈতিক কঠিন অবস্থার কারণে শ্রমিকদের বেতন কর্তন করা হচ্ছে বা তাদের বেতন কম। এ কারণেও রেমিটেন্স কমে যেতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ