বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

কাতারে প্রবাসীরা নিজ ইচ্ছেমতো যে কোনো কাজ করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

probash_sromicআওয়ার ইসলাম: কাতারে প্রবাসী শ্রমিকরা এখন থেকে নিজ ইচ্ছায় যে কোনো কাজ করতে পারবেন। মালিকের একক ইচ্ছার অধীনে থেকে শ্রমিকদের কাজ করার পদ্ধতিটি আজ থেকে বাতিল হতে যাচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছ।

আজ থেকেই কাতারে শ্রমিক নিয়োগের কাফালা ব্যবস্থা বাতিল হয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি কার্যকর হবে। পূর্বে থেকেই কাতারে অবস্থানকারী শ্রমিকদের চুক্তিও নতুন পদ্ধতিতে পরিবর্তিত করা হবে বলে মিডিয়াকে জানানো হয়েছে।

শ্রমিক নিয়োগের চুক্তিভিত্তিক নতুন পদ্ধতিতে শ্রমিককে দেশে ফিরতে হলে কফিল বা মালিকের অনুমতি বা অনাপত্তির প্রয়োজন পড়বে না। শ্রমিকের বিরুদ্ধে কোন আইনি অভিযোগ না থাকলে সে প্রয়োজনে নিজ ইচ্ছা মত দেশে ফিরতে পারবে।

নতুন আইন অনুযায়ী একজন শ্রমিক কোন কফিল বা মালিকের অধীনে থেকে কাজের চুক্তি শেষ না করে বা কোন প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ না করে অন্যত্র কাজ করতে পারবে না। অন্যত্র কাজ করতে চাইলে কফিলের অনুমতির প্রয়োজন হবে। কিন্তু নতুন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বর্তমান নিয়োগকারীর অনুমতি ছাড়াই একজন শ্রমিককে নিয়োগ দিতে পারবেন।

এছাড়া কাতারের শ্রম অধিদপ্তরের অনুমতিক্রমে একজন শ্রমিক কফিল বা স্পন্সর বদলাতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে দিতে চাইলে নিয়োগদাতা ও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ