বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoআওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত অ্যাচেহ প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ৯২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এতে আরও অনেকে আহত হয়েছেন। অ্যাচেহ প্রদেশের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল তাতাং সুলায়মানের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে গেছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকে। আহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতালে জায়গা না হওয়ায় পাশ্ববর্তী হাসপাতালে আহতদের সরিয়ে নেয়া হচ্ছে।

এ ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে।

আচেহ প্রদেশেই ২০০৪ সালে আগাত হেনেছিল সুনামি যার ফলে শুধু ইন্দোনেশিয়াতেই দেশটির ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ