শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বেফাকের প্রতিনিধিদের সাক্ষাৎ, কী আছে চিঠিতে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনাম
বিশেষ প্রতিনিধি

malibagবরিবার সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ কওমি মাদারসা শিক্ষা বোর্ড-বেফাক এর একটি প্রতিনিধি টিম। বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর চিঠি নিয়ে তারা সাক্ষাৎ করবেন।

গতকাল জামিয়া শারইয়্যা মালিবাগে অনুষ্ঠিত বৈঠকের সূত্রে জানা যায়, বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি টিম সাক্ষাত করবে।

আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে এই প্রতিনিধি টিমে আছেন, বেফাকের সহসভাপতি ও জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও বেফাকের যুগ্মমহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকার ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল ও বেফাকের নির্বাহী সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা আহমদ শফীপুত্র মাওলানা আনাস মাদানী, আল্লামা শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, বেফাকের সদস্য মাওলানা নুরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া ইসলামবাগের মুহতামিম মাওলানা মনজুরুল ইসলাম, সদস্য মাওলানা নুরুল আমিন প্রমুখ।

প্রতিনিধি টিমের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সাক্ষাতের মূল বিষয় কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি।চলমান সংকট নিরসনে আল্লামা আহমদ শফীর একটি লিখিত প্রস্তাব নিয়ে তারা সাক্ষাৎ করছেন।

তবে প্রস্তাব বিষয়ে একজন সিনিয়র বেফাক নেতা বলেন, মূলত চিঠিতে প্রস্তাব করা হয়েছে, পুরো কওমি শিক্ষা পদ্ধতিতে কোন পরিবর্তন না করে শুধু দাওরায়ে হাদিসকে মাস্টার্স বা এমএ-র সমমান দেওয়ার জন্য।

এছাড়ও জাতীয় শিক্ষানীতিমালা, শিক্ষা আইন আপত্তিকর বিষয়গুলো বাতিলের ব্যাপারে প্রস্তাব করা হয়েছে বলে জানা যায়।

সচল হওয়া কওমি মাদরাসা শিক্ষা কমিশনের ব্যাপারে কোন প্রস্তাব আছে কী না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বেফাকের এক নেতা জানান, লিখিত প্রস্তাবে বিষয়টি উল্লেখ নেই। তবে উপস্থিত বিষয়টি নিয়েও কথা হবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শুক্রবার বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী ইন্তেকাল করেন। তার গত হওয়ার একদিন পর প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরআর

http://ourislam24.com/2016/11/20/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%81-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A7%8B/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ