বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা শনিবার ভিক্ষা করায় সৌদি থেকে ২৪ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত ঢাকায় ‘নারীদের রাজনীতিতে অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালায় ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে লেবার পার্টি হাজারীবাগে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার ‘হাদি তুই ফিরে আয়’ গানের আয় হাদির পরিবারকে দেবেন শিল্পী আবু উবায়দা সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক সার্বজনীনতা হারাচ্ছে ওয়াজ মাহফিল—দায় কার? রাজাকার বোঝাতে দাড়ি-টুপির ব্যবহার, সাধারণ আলেম সমাজের প্রতিবাদ ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

ছিনতাইয়ের সময় পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police2আওয়ার ইসলাম: রাজধানীতে ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার মোড়ে তাকে আটক করে পুলিশ।

আটক লতিফুজ্জামান কনস্টেবল পদে ডিএমপি ট্রাফিক জোনের উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত বলে জানা গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিম ব্যবসায়ী আবদুল বাসির সাংবাদিকদের জানান, ভ্যানে করে ডিম সাপ্লাই দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে তেজগাঁওয়ে ডিমের আড়তে ফিরছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ৪৪ হাজার টাকা ছিল।

তিনি ও ভ্যানচালক সাপ্লাই ভ্যানযোগে সোনারগাঁ হোটেল মোড়ে পৌঁছলে মোটর সাইকেলযোগে এসে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও এক আনসার সদস্য তাদের পথরোধ করেন।

বাসির সাংবাদিকদের আরও বলেন, পথরোধ করা পুলিশ সদস্য আমার কাছে গাঁজা আছে কি না জানতে চেয়ে পকেট সার্চ করতে যান। এ সময় আমি পকেটে থাকা টাকা ও চাবি বের করলে তারা টাকা টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি জানান, আমি এ সময় একজনকে জাপটে ধরে ফেলি এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে তাকে ধরে শাহবাগ থানায় খবর দেয়।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেলেও আনসার সদস্য পালিয়ে যান।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তি আনসার নয়, সেও পুলিশ সদস্য। তাকে ধরারও চেষ্টা চলছে।

এদিকে ছিনতাইকালে পুলিশ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ