শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবীতে শাহবাগে আবার অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

167871_187আওয়ার ইসলাম: একদল বিক্ষোভকারী দুপুরবেলা শাহবাগ চত্বর অবরোধ করে দাবী জানায়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী ছায়েদুল হককে হিন্দুদের 'মালাউন' বলার অভিযোগে পদত্যাগ করতে হবে।সেই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের উপযুক্ত বিচার ও শাস্তিও দাবী করেন তারা। এই বিক্ষোভকারীরা এর আগেও শাহবাগে বিক্ষোভ দেখিয়েছে এবং তারা মন্ত্রী মি. হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছিল।আজ (মঙ্গলবার) সেই তিন দিনের আল্টিমেটামের মেয়াদ শেষ হয়েছে।
বিক্ষোভ কর্মসূচীতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক হিন্দু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরাই যোগ দিয়েছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে ছিলেনন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও হিন্দু ছাত্র-ছাত্রী এবং নানা নাগরিক অধিকার আদায়ের সংগঠন।

গান সম্বলিত ব্যানার ও ফেস্টুএই অবরোধ এবং বিক্ষোভের এক পর্যায়ে তাদের সঙ্গে এসে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
তার সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন বলে সংবাদদাতা জানাচ্ছেন।

আরেফিন সিদ্দিক সেখানে সংবাদদাতাকে বলেন, তিনি ছাত্রদের দাবীর প্রতি সহানুভূতিশীল।

ঘন্টা দুয়েক বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষোভকারীরা নিজে থেকেই অবরোধ প্রত্যাহার করে শাহবাগ থেকে সরে যান।

অবশ্য নাসিরনগরে হামলার প্রেক্ষাপটে হিন্দুদের 'মালাউন' বলে গালি দেবার বিষয়টি অস্বীকার করেছেন মন্ত্রী ছায়েদুল হক এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কেউ এটা প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন।

সোমবারই পুলিশ নাসিরনগর হামলা প্রসঙ্গে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে যেখানে এই হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের মধ্যেকার দ্বন্দ্বের ব্যাপারটিকে দায়ী করা হয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ