শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের যেই সুযোগ দেওয়া হবে না : ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isc

আওয়ার ইসলাম : আওয়ামীলীগ নেতা আবদুর   রাজ্জাকদের  রাষ্ট্রধর্ম   ইসলাম   বাতিলের   যেই   সুযোগের   অপেক্ষা করছেন, সে সুযোগ আর কখনো হবে না বলে মত দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম. রুহুল আমীন এবং সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ।গতকাল প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছিলেন, সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতলি করে দেওয়া হবে। এ কথার প্রতিবাদে  ইশা ছাত্র আন্দোলন এই মত প্রদান করেন।

রোববার দেওয়া এক বিৃতিতে তারা আরও বলেন,  বাংলাদেশর অধিকাংশ মানুষ মুসলামান। আর মুসলামান   হিসেবে   এই   জাতির   আত্মপরিচয়   এখন   সুসংহত।   সুসংহত আত্মপরিচয় সম্পন্ন   জাতি   কখনও আপনাদের  সেই   সুযোগ   কখনো   দেবে   না।

তারা আরও বলেন,  এই রাষ্ট্রের ৯০ শতাংশ জনগণের ধর্ম ইসলাম। সংবিধানেরাষ্ট্রধর্ম   লেখা   না   থাকলেও   এই   দেশের   ধর্ম   ইসলাম।   তবে   সংবিধানেসংযোজনের পর এটিকে বাদ দিলে- দেশের অধিকাংশ জনগণ এবং ইসলামকে অবমাননা   করা   হবে,   ইসলামকে   বিনাশ   করার   পথ   সুগম   হবে   এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। কারণ ইসলামের মত পরধর্মসহিষ্ণুু, ভ্রাতৃত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ও বিশ্বজনীন ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতথাকার ফলেই বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবেদৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

আআ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ