শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpআওয়ার ইসলাম: বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগে আগামীকাল সোমবার ঢাকাসহ সব মহানগরের থানা এলাকা এবং জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

৮ নভেম্বরের পর ১৩ নভেম্বর আবারও বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের জন্য অনুমতি নিয়ে যাওয়া হলে পুলিশের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সকাল থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে চোখে পড়ে অতিরিক্ত পুলিশ। এর মধ্যেই ডাকা সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ৮ নভেম্বর সমাবেশের ঘণ্টাখানেক আগে পুলিশের পক্ষ থেকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তা ছিল নোংরা রসিকতা। সমাবেশকে ভয় পায় বলেই অনুমতি দিতে চায় না সরকার।

বিএনপির মহাসচিব বলেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, যারা পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দল একটি জনসভা করতে পারে না, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এ দেশে গণতন্ত্রের অবস্থা কোনো জায়গায় এসে পৌঁছেছে।’

‘আমি ইতিপূর্বেও আপনাদের বলেছিলাম, জনসভা করার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। আজকে তো জরুরি অবস্থা ঘোষণা করে জনসভা বন্ধ করে দেওয়া হয়নি। এখানে আইনের মধ্যে থেকেই জনসভা করার বিষয়েও অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমার সাংবিধানিক যে অধিকার, সে অধিকার লঙ্ঘন হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই যে আমাদেরকে তারা জনসভা করতে দেননি, এ জন্য আমরা আগামী ১৪ নভেম্বর, অর্থাৎ আগামীকাল, ২০১৬ সোমবার, ঢাকা মহানগরীতে প্রতিটি থানায় এবং দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি।’

সূত্র: এনটিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ