বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

কাজ করলে নিন্দুকের সমালোচনা সইতে হবে : আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasemi

মোস্তুফা ওয়াদুদ :   জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীকে নিয়ে সম্প্রতি  সমালোচনা চলছে। তবে এসব যৌক্তিক-অযৌক্তি সমালোচনা একেবারেই উড়িয়ে দিলেন আল্লামা নূর হোসেন কাসেমী। বললেন, সমালোচনা নয়; কাজের নাম ইসমে আজম।

গতকাল আওয়ার ইসলামের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হলে এই প্রতিবেদক তিনি বলেন,  কে কী বললো? আর কে কী করলো? সেদিকে কান দেয়ার সময় নেই। এসব দিকে না তাকিয়ে কাজে মন দেওয়া উচিত। কাজের নাম ইসমে আজম। কাজ করা দরকার। কাজ করলে নিন্দুকের সমালোচনা সইতে হবেই।

একই বিষয়ে জানতে চাইলে আল্লামা কাসেমীর একান্ত সহকারী মাওলানা নাজমুল হাসান বলেছেন, আল্লামা নূর হোসাইন কাসেমী জাতীয় রাহবার। তিনি মানুষের সুখ-দুখের সাথী। মানুষের কল্যানেই সর্বদা সময় ব্যয় করেন। এমনকি নিজের কোনো স্বার্থের দিকেও কখনো চোখ তুলে তাকান না । যেখানে মানুষের কল্যাণ হবে তিনি সেখানে ছুটে যান। এ ছুটে যাওয়াটা কি তাঁর অন্যায়? তার বিরুদ্ধে যারা ধরেছে তারা নিজেরাই পরিশেষে তোপে পড়বে। এতে আল্লামা কাসেমীর প্রতি মানুষের ভালবাসা কমবে না বরং বাড়বে।

মাওলানা নাজমুল হাসান আরও বলেন, যারা কাসেমীকে নিয়ে মিথ্যা রটনা এবং অপপ্রচার করছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে করছে।

আল্লামা শফীর হাতে মাওলানা কাসেমীর বায়াত অনুকরণীয় আদর্শ: ড. আফম খালিদ হোসেন

আল্লামা শফীর সাক্ষাৎ চান ফরীদ উদ্দীন মাসঊদ

আরআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ