শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনৈতিক নেতা ও অনেক আলেম-ওলামার মৃত্যুদণ্ড মিথ্যা মামলায় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যুক্তরাজ্যে মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় ১৪ কোটি টাকার বিশেষ তহবিল হেফাজতে ইসলাম ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহি জোড় ১ নভেম্বর গাজায় নতুন বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ১৪৩ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের আরফান এক সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক আব্দুল কাদের ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসকন নিষিদ্ধের কোনো বিকল্প নেই’ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন মানবণ্টন নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থান মামদানির

কাজ করলে নিন্দুকের সমালোচনা সইতে হবে : আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasemi

মোস্তুফা ওয়াদুদ :   জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীকে নিয়ে সম্প্রতি  সমালোচনা চলছে। তবে এসব যৌক্তিক-অযৌক্তি সমালোচনা একেবারেই উড়িয়ে দিলেন আল্লামা নূর হোসেন কাসেমী। বললেন, সমালোচনা নয়; কাজের নাম ইসমে আজম।

গতকাল আওয়ার ইসলামের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হলে এই প্রতিবেদক তিনি বলেন,  কে কী বললো? আর কে কী করলো? সেদিকে কান দেয়ার সময় নেই। এসব দিকে না তাকিয়ে কাজে মন দেওয়া উচিত। কাজের নাম ইসমে আজম। কাজ করা দরকার। কাজ করলে নিন্দুকের সমালোচনা সইতে হবেই।

একই বিষয়ে জানতে চাইলে আল্লামা কাসেমীর একান্ত সহকারী মাওলানা নাজমুল হাসান বলেছেন, আল্লামা নূর হোসাইন কাসেমী জাতীয় রাহবার। তিনি মানুষের সুখ-দুখের সাথী। মানুষের কল্যানেই সর্বদা সময় ব্যয় করেন। এমনকি নিজের কোনো স্বার্থের দিকেও কখনো চোখ তুলে তাকান না । যেখানে মানুষের কল্যাণ হবে তিনি সেখানে ছুটে যান। এ ছুটে যাওয়াটা কি তাঁর অন্যায়? তার বিরুদ্ধে যারা ধরেছে তারা নিজেরাই পরিশেষে তোপে পড়বে। এতে আল্লামা কাসেমীর প্রতি মানুষের ভালবাসা কমবে না বরং বাড়বে।

মাওলানা নাজমুল হাসান আরও বলেন, যারা কাসেমীকে নিয়ে মিথ্যা রটনা এবং অপপ্রচার করছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে করছে।

আল্লামা শফীর হাতে মাওলানা কাসেমীর বায়াত অনুকরণীয় আদর্শ: ড. আফম খালিদ হোসেন

আল্লামা শফীর সাক্ষাৎ চান ফরীদ উদ্দীন মাসঊদ

আরআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ