বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

কাবা শরিফ অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন আল্লামা মাসঊদ ও মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masud_ruhul-aminআওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এবং খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গ মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

৩১ অক্টোবর পৃথক পৃথক বিবৃতির মাধ্যমে তারা এই নিন্দা ও শাস্তির দাবি জানান।

ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি মুসলমানদের সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করে না। মন্দির ভাংচুর, হিন্দু পল্লিতে আক্রমণ এসব জামাত-শিবির ও বাতিলপন্থীদের কাজ।

অমুসলিমদের বাড়িঘরে আক্রমণ প্রকৃত সমাধান নয় উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, এলোপাতাড়ি আক্রমণে প্রকৃত অপরাধী আত্মগোপন করতে পারে। একজনের অপরাধের কারণে অন্যদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সাধারণ মানুষের উপর আক্রমণ ইসলাম সমর্থন করে না।

পবিত্র কাবা শরিফ মুসলমানদের হৃদপি- উল্লেখ করে জমিয়ত সভাপতি বলেন, মুসলমানদের পবিত্র এই হৃদপিণ্ড নিয়ে অশ্লিল ছবি আপলোড সমাজে দাঙ্গা বাধানোরই পায়তারা। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, রসরাজ দাসসহ সংশ্লিষ্ট এসব লোকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একই বিষয়ে পৃথব বিবৃতিতে মুফতি রুহুল আমীন বলেন, মুসলমানদের সর্বোচ্চ সম্মানের জায়গা পবিত্র কাবা শরিফের ছবির ওপর মূর্তির ছবি দিয়ে চরম ধৃষ্টতা প্রকাশকরী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, ধর্ম অবমাননা আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে এক শ্রেণির উগ্রসম্প্রদায় ইসলাম ধর্ম এবং ধর্ম সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে কটূক্তি করে রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। যা কোনোভাবেই কাম্য নয়।

মুফতি রুহুল আমিন বলেন. বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছে। তাদের মাঝে কোনো বিভেদ নেই। কিন্তু মাঝে-মধ্যে কিছু ষড়ডন্ত্রকারী ধর্মীয় বিষয় নিয়ে অনাকাঙ্খিত মন্তব্য করে, ধর্মকে ভিন্নভাবে উপস্থাপন করে, ধর্মীয় পবিত্র স্থানের ছবি ইত্যাদি বিকৃত করে সামাজিক সম্প্রীতি নষ্ট করে। তাদের এমন হীন কাজের উদ্দেশ্য কী তা খুঁজে বের করতে হবে। ধর্মীয় সম্প্রীতি নষ্টকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তাহলে আর কেউ এমন অপরাধ করার সাহস করবে না।

আরআর

http://ourislam24.com/2016/10/31/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%82%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ