রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

মাদরাসা নিয়ে এ কি বললেন ওয়ার্কাস পার্টির নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eeeআওয়ার ইসলাম : ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য নূর আহমদ বকুল বলেছেন, কিছু সাম্প্রদায়িক দল কওমী ও ওয়াহাবি মতবাদে পরিচালিত মাদ্রাসাগুলোকে রাজনৈতিক স্বার্থ আদায়ের হাতিয়ারে পরিণত করেছে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গি রিক্রুটম্যান্ট হচ্ছে হিজবুত তাহরীর ও শিবিরের মাধ্যমে
মঙ্গলবার বন্দরনগরীর শহীদ মিনারে চট্টগ্রাম ছাত্রমৈত্রীর নবম জেলা সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

কওমী ও ওয়াহাবি মতবাদে পরিচালিত মাদ্রাসাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিক্ষক, ব্লগার, লেখক, বুদ্ধিজীবীসহ প্রগতিমনা মানুষদেরকে হত্যা করছে।

তিনি বলেন, “কওমী মাদ্রাসা ও ওয়াহাবি মতবাদের মাদ্রাসাগুলোকে এখন রাজনৈতিক স্বার্থ আদায়ের হাতিয়ার বানানো হয়েছে। একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়নি। শিক্ষায় বেড়েছে বাণিজ্যকরণ ও বৈষম্য।” নেতৃত্ব নির্বাচন করার ছাত্র সংসদ নির্বাচন না থাকায় অগণতান্ত্রিক মনোভাব বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমদ রুবেল।

এছাড়া ওয়ার্কাস পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক সামশুদ্দিন খালেদ সেলিম, যুবমৈত্রী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অরণ্য অনিমেষসহ অন্যরা বক্তব্য রাখেন।

সূত্র : বিডি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ