সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

১০ টাকার চালে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chalআওয়ার ইসলাম: ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারের 'খাদ্য বান্ধব কর্মসূচির' আওতায় হতদরিদ্রদের মাঝে ওই দামে চাল বিক্রয় কার্যক্রম মনিটরিং এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকের সারাদেশের সমন্বিত জেলা কার্যালয়গুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ এরইমধ্যে জারি করা হয়েছে।

জানা গেছে, গত মাসের শুরুতে সরকার জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সুলভ মূলে ওই চাল বিক্রয় কার্যক্রম শুরু করে। এই কর্মসূচির শুরুতেই গণমাধ্যমে প্রকাশিত ওই চাল বিক্রিতে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের খবর দুদকের নজরে আসে।

দুদকের অফিস আদেশে বলা হয়, অনিয়ম, দুর্নীতির কারণে দেশের গরিব, সীমিত আয়ের মানুষদের জন্য পরিচালিত এই কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাস্তবতার নিরিখে এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দুদকের অপরিহার্য কর্তব্য।

জানা গেছে, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে কিছুটা হলেও সহায়তার মনোভাব নিয়ে সরকার দেশের অর্ধকোটি মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম শুরু করেছে। এই চাল বিক্রির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকে এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে—উল্লেখ করে এরইমধ্যে গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়েছে।

এই কর্মসূচির সঙ্গে জড়িত অসাধু, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করে দুদক আইনের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ