মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে’ ফেসবুকে এমন পোস্টে ভারতের সুপ্রিম কোর্টে মামলা নির্বাচন সুষ্ঠ করতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার ‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’ প্রাথমিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা অভিমানী মানুষের মতোই বিদায় হাফেজ ত্বকীর এক মাসে ওমরাহ পালন ১ কোটি ১৭ লাখ মুসল্লি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যুর শঙ্কা বারবার বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন হাফেজ ত্বকী

তিন তালাককে রাজনৈতিক চাল হিসাবে ব্যবহার করছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর শাহ

Asaduddin-Owaisi copyভারতীয় মুসলমানদের এক টপলিডার আসাদুদ্দীন ওয়াসি তিন তালাককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক চাল হিসাবে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন।

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদুদ্দীন ওয়াসি এক জনসমাবেশে বক্তব্য প্রদানকালে বলেন, দেশের ৩৬-৩৮ কোটি মুসলামান বিবাহিত। তারা তালাক দিচ্ছে না। শুধুমাত্র এক শতাংশ মানুষ বিপদে পড়ে তালাক দিয়ে থাকেন। মোদি সরকার রাজনৈতিক কৌশল হিসাবে নিজের মনের কথাটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।

উল্লেখ্য, ভারতে নতুন করে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ পরিববর্তনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাশীল বিজেপি। গুজরাটের সুরাটে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ পরিবর্তন করে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর বিরুদ্ধে হাজার হাজার মুসলিম নারী রাজপথে নেমে মিছিলও করেছেন। শুক্রবার ২৫ হাজারেরও বেশি নারী মুসলিম শরীয়া আইনের স্বপক্ষে এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিরোধী বিক্ষোভে শামিল হন।
মুসলিম নারীরা এ সংক্রান্ত এক দাবিপত্র জেলা কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন। ওই নারীরা তালাক ইস্যুতে সরকার যেন হস্তক্ষেপ না করে সেই দাবি জানানো হয়েছে।

মিছিলের আয়োজক মকসুদ আহমেদ বলেন, “এই প্রতিবাদ বিক্ষোভ কোনো সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নয়। ‘অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে সুরাটের মহিলারা নিজেরাই এগিয়ে এসেছে। আমরা মনে করি ‘অভিন্ন দেওয়ানি বিধি’র নামে ভারত সরকার শরীয়া আইনে হস্তক্ষেপ করছে।

সূত্র : জিও নিউজ উর্দু

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ