মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

তিন তালাককে রাজনৈতিক চাল হিসাবে ব্যবহার করছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর শাহ

Asaduddin-Owaisi copyভারতীয় মুসলমানদের এক টপলিডার আসাদুদ্দীন ওয়াসি তিন তালাককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক চাল হিসাবে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন।

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদুদ্দীন ওয়াসি এক জনসমাবেশে বক্তব্য প্রদানকালে বলেন, দেশের ৩৬-৩৮ কোটি মুসলামান বিবাহিত। তারা তালাক দিচ্ছে না। শুধুমাত্র এক শতাংশ মানুষ বিপদে পড়ে তালাক দিয়ে থাকেন। মোদি সরকার রাজনৈতিক কৌশল হিসাবে নিজের মনের কথাটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।

উল্লেখ্য, ভারতে নতুন করে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ পরিববর্তনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাশীল বিজেপি। গুজরাটের সুরাটে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ পরিবর্তন করে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর বিরুদ্ধে হাজার হাজার মুসলিম নারী রাজপথে নেমে মিছিলও করেছেন। শুক্রবার ২৫ হাজারেরও বেশি নারী মুসলিম শরীয়া আইনের স্বপক্ষে এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিরোধী বিক্ষোভে শামিল হন।
মুসলিম নারীরা এ সংক্রান্ত এক দাবিপত্র জেলা কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন। ওই নারীরা তালাক ইস্যুতে সরকার যেন হস্তক্ষেপ না করে সেই দাবি জানানো হয়েছে।

মিছিলের আয়োজক মকসুদ আহমেদ বলেন, “এই প্রতিবাদ বিক্ষোভ কোনো সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নয়। ‘অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে সুরাটের মহিলারা নিজেরাই এগিয়ে এসেছে। আমরা মনে করি ‘অভিন্ন দেওয়ানি বিধি’র নামে ভারত সরকার শরীয়া আইনে হস্তক্ষেপ করছে।

সূত্র : জিও নিউজ উর্দু

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ